মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
বিশ্বজুড়ে বিদ্যুচ্চালিত গাড়ি বিক্রি বাড়ছে। তবে যুক্তরাষ্ট্রের বাজারে জীবাশ্ম জ্বালানিচালিত গাড়ি বিক্রি নীরবে রেকর্ড উচ্চতায় পৌঁছেছে। টেসলা ও ফোর্ডের মতো নির্মাতারা বিদ্যুচ্চালিত গাড়ি বিক্রি বাড়িয়ে দিলেও এশীয় নির্মাতারা হাইব্রিড গাড়ির লাইনআপ বাড়িয়ে তুলেছে। এ অবস্থায় গ্রাহকরা এখনো উচ্চমূল্য, সীমিত ড্রাইভিং পরিসীমা এবং পর্যাপ্ত চার্জিং স্টেশনের অভাবে বিদ্যুচ্চালিত গাড়ি এড়িয়ে যাচ্ছে। খবর রয়টার্স। বাজার গবেষণা প্রতিষ্ঠান ওয়ার্ডস ইন্টেলিজেন্সের তথ্যানুসারে, ২০২১ সালে যুক্তরাষ্ট্রের বাজারে ৮ লাখ ১ হাজার ৫৫০ ইউনিট হাইব্রিড গাড়ি বিক্রি হয়েছে। এ সংখ্যা ২০২০ সালের তুলনায় ৭৬ শতাংশ বেশি। এর মধ্যে ৫ শতাংশ ছিল হালকা গাড়ি। এদিকে গত বছর বিদ্যুচ্চালিত গাড়ি বিক্রি ৮৩ শতাংশ বেড়ে ৪ লাখ ৩৪ হাজার ৮৭৯ ইউনিটে পৌঁছেছে। যদিও এ গাড়িগুলো পুরো বিক্রির মাত্র ৩ শতাংশের প্রতিনিধিত্ব করে। জাপানি গাড়ি নির্মাতা সংস্থা টয়োটা মার্কিন বাজারে রেকর্ডসংখ্যক হাইব্রিড গাড়ি বিক্রি করেছে। এর মাধ্যমে সংস্থাটি মার্কিন গাড়ি নির্মাতা জেনারেল মোটরসকে ছাপিয়ে শীর্ষ গাড়ি বিক্রেতার মুকুট জিতেছে। গত বছর টয়োটার হাইব্রিড, বিদ্যুচ্চালিত ও জীবাশ্ম জ্বালানিচালিত গাড়ি বিক্রি ৭৩ শতাংশ বেড়ে ৫ লাখ ৮৩ হাজার ৬৯৭ ইউনিটে পৌঁছেছে। এর মধ্যে বেশির ভাগই হাইব্রিড গাড়ি। অন্যদিকে জেনারেল মোটরস ২৫ হাজারেরও কম বৈদ্যুতিক যান বিক্রি করেছে। ব্যাটারিতে আগুনের ঝুঁকির কারণে যুক্তরাষ্ট্রের বাজার থেকে বোল্ড গাড়ি তুলে নেয়ার বিষয়টি সংস্থাটির বিক্রিতে নেতিবাচক প্রভাব ফেলেছে। সেন্টার ফর অটোমোটিভ রিসার্চের প্রযুক্তিবিষয়ক পরিচালক ব্রেট স্মিথ বলেন, পূর্ণাঙ্গ বিদ্যুচ্চালিত গাড়িগুলো কেবল বিদ্যুতে চলে। গাড়িগুলোর জন্য বিস্তৃত চার্জিং অবকাঠামোর প্রয়োজন হয়। তবে হাইব্রিড গাড়িগুলো বিদ্যুতের পাশাপাশি জীবাশ্ম জ্বালানি দিয়েও চালিত হয়। ফলে এ গাড়িগুলোয় ব্যাটারির চার্জ ফুরিয়ে গেলেও পথিমধ্যে গাড়ি বন্ধ হয়ে যাওয়ার ভয় থাকে না। যুক্তরাষ্ট্রের বাজারে হাইব্রিড বিক্রিতে দ্বিতীয় অবস্থানে রয়েছে জাপানি হোন্ডা মোটর। গত বছর সংস্থাটির হাইব্রিড গাড়ি বিক্রি ৬৭ শতাংশ বেড়ে ১ লাখ ৭ হাজার ৬০ ইউনিটে পৌঁছেছে। সংস্থাটির নির্বাহী ভাইস প্রেসিডেন্ট ডেভ গার্ডনার বলেন, আগামী বছরগুলোয় আমরা বিদ্যুচ্চালিত গাড়ির জন্য প্রস্তুত হচ্ছি। পাশাপাশি আমাদের মূল পণ্য সিআর-ভি ও অ্যাকর্ডের মতো হাইব্রিড গাড়ির বিক্রি উল্লেখযোগ্যভাবে বাড়িয়ে তোলার আশা করছি। রয়টার্স।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।