Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

করোনা ভাইরাসে আক্রান্ত অভিনেত্রী নওশীন

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ১১ জানুয়ারি, ২০২২, ১২:০১ পিএম

মার্কিন যুক্তরাষ্ট্র প্রবাসী অভিনেত্রী নওশীন নাহরিন মৌ করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ অভিনেত্রী নিজেই ফেসবুকে এক স্ট্যাটাসে এ তথ্য জানিয়ে ফেসবুকে লিখেছেন, ‘কোভিড পজিটিভ’। তার স্ট্যাটাসের নিচে সহকর্মী ও ভক্তরা আরোগ্য কামনা করে সমবেদনা জানিয়েছেন।

ছোট পর্দার এই তারকা অভিনয়ে এখন অনিয়মিত। বর্তমানে স্বামী ও সন্তান নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাস করছেন নওশীন। ব্যক্তিগত জীবনে অভিনেতা আদনান ফারুক হিল্লোলের সঙ্গে সংসার বেঁধেছেন তিনি। মাঝে মধ্যে ছুটিতে দেশে আসলেও করোনা সংকট শুরুর আগে থেকেই তিনি যুক্তরাষ্ট্রে রয়েছেন।

নওশীন ক্যারিয়ার শুরু করেছিলেন আরজে হিসেবে। তিনি এফএম রেডিও টুডে, রেডিও ফুর্তি, ঢাকা এফএম এ কাজ করেছেন। তবে ২০০৭ থেকে অভিনয়, মডেলিংয়ের কাজ করে খ্যাতি অর্জন করেন। তার উল্লেখযোগ্য চলচ্চিত্রের মধ্যে প্রার্থনা, মুখোশ মানুষ, হ্যালো অমিত, দুদু মিয়া, সোয়াচানপাখি অন্যতম।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনাভাইরাস

৪ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ