পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
বিডিআর বিদ্রোহ, মানবতাবিরোধী অপরাধসহ আলোচিত মামলার শুনানির দ্রুত উদ্যোগ নেয়া হবে বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল এএম আমিন উদ্দিন।
গতকাল রোববার নিজ কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।
এএম আমিন উদ্দিন বলেন, ভ্যাকেশন শেষ হয়েছে। এরপর নতুন প্রধান বিচারপতি নিয়োগসহ আপিল বিভাগে চারজন বিচারপতি নিয়োগ দেয়া হয়েছে। এখন আমরা বেশকিছু স্পর্শকাতর ও গুরুত্বপূর্ণ মামলার শুনানিতে উদ্যোগ নেবো।
প্রশ্নের জবাবে অ্যাটর্নি জেনারেল বলেন, আমরা জানি কোন কোন মামলা গুরুত্বপূর্ণ এবং দ্রুত শুনানি করা প্রয়োজন। বিশেষ করে সে সব ফৌজদারি মামলা নিয়ে আমরা প্রস্তুতি নিয়ে রেখেছি সেগুলো শুনানির উদ্যোগ নেয়া হবে। আদালতের অনুমতি পেলে খুব দ্রুতই বিডিআর বিদ্রোহ, যুদ্ধাপরাধসহ স্পর্শকাতর সব মামলার শুনানি শুরু করতে পারবো।
উল্লেখ্য, ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলা, সিলেটের রাজন হত্যা মামলা, পুলিশ দম্পতি হত্যায় একমাত্র সন্তান ঐশীর মামলা, ফেনীর নুসরাত হত্যা মামলা, বরগুনার রিফাত হত্যা মামলা, নারায়ণগঞ্জের সাত খুন মামলা, হলি আর্টিসানে জঙ্গি হামালার আপিল ও রমনা বটমূলে হামলার ডেথ রেফারেন্সসহ আরও বেশ কিছু চাঞ্চল্যকর মামলা আপিল বিভাগে শুনানির জন্য অপেক্ষমাণ রয়েছে।
#
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।