Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

শিরোপা অক্ষুন্ন শাপলার

প্রকাশের সময় : ২৯ অক্টোবর, ২০১৬, ১২:০০ এএম

স্পোর্টস রিপোর্টার : রকল্যান্ড সামার ওপেন (র‌্যাংকিং) ব্যাডমিন্টন টুর্নামেন্টের মহিলা এককে শিরোপা অক্ষুন্ন রেখেছেন কাওয়াসাকি ব্যাডমিন্টন ক্লাবের শাপলা খাতুন। তিনি সাবেক জাতীয় চ্যাম্পিয়ন বাংলাদেশ সেনাবাহিনীর এলিনা এনায়েতকে হারিয়ে এ কৃতিত্ব অর্জন করেন। গতকাল পল্টন ময়দান সংলগ্ন শহীদ তাজউদ্দিন আহমেদ ইনডোর স্টেডিয়ামে টুর্নামেন্টের মহিলা এককের ফাইনালে সেরার খেতাব জিততে কোর্টে নামেন দেশের শীর্ষ দুই ব্যাডমিন্টন তারকা শাপলা ও এলিনা। লড়াইয়ে শাপলা ২১-১৫ ও ২১-১৪ পয়েন্টে ( ২-০ সেটে) এলিনাকে হারিয়ে শিরোপা ধওে রাখে। শাপলা এ প্রতিযোগিতার আগের আসরেও মহিলা এককে চ্যাম্পিয়ন হয়েছিলেন। তার সামনে এখন দ্বিমুকুট জয়ের হাতছানি। আজ বিকালে মহিলা দ্বৈতের ফাইনালেও লড়বেন তিনি। দুলালির সঙ্গে জুটি বেধে এলিনা-নাবিলা জুটির বিপক্ষে কোর্টে নামবেন শাপলা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: শিরোপা অক্ষুন্ন শাপলার

২৯ অক্টোবর, ২০১৬
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ