Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

খুলনায় এক সপ্তাহে ১৬ করোনা রোগী শনাক্ত

খুলনা ব্যুরো | প্রকাশের সময় : ৯ জানুয়ারি, ২০২২, ৪:০৩ পিএম

গত এক সপ্তাহে খুলনায় ১৬ করোনা রোগী শনাক্ত হয়েছেন। একই সময় মোট ৯৩৭ টি নমুনা পরীক্ষা করা হয়। এ পর্যন্ত খুলনায় ২৮ হাজার ২৬ জন করোনায় আক্রান্ত হয়েছেন। মারা গেছেন ৭৭৭ জন। সর্বশেষ গত ২৫ নভেম্বর জেলায় একজন করোনা রোগী মারা যান। গত ২৪ ঘন্টায় ৩ জন করোনা আক্রান্ত হয়েছেন। আক্রান্তদের তিনজনই পুরুষ। কোভিড হাসপাতালে ১১ জন ভর্তি রয়েছেন।
আজ রোববার খুলনার সিভিল সার্জন ডা. নিয়াজ মোহাম্মদ এ সকল তথ্য জানিয়েছেন। তিনি আরো জানান, করোনা মোকাবেলায় প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে শুরু করেছে স্থানীয় স্বাস্থ্যবিভাগ। জেলা ও মহানগর করোনাভাইরাস প্রতিরোধ কমিটির সভায় সিদ্ধান্ত নেয়া হয়েছে, খুলনা নগরীতে আগামী ১১ জানুয়ারি থেকে রাত ৮টার পর সব ধরনের মার্কেট, দোকানপাট বন্ধ থাকবে। এছাড়া স্বাস্থ্য অধিদফতরের জারি করা সকল নির্দেশনা যথাযথভাবে বাস্তবায়ন করা হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ