Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

খুলনার আজীবন আইকন রানা-সেতু

প্রকাশের সময় : ২৯ অক্টোবর, ২০১৬, ১২:০০ এএম

স্পোর্টস রিপোর্টার : খুলনা টাইটানসের আনুষ্ঠানিক যাত্রা শুরুআনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু হলো বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) খুলনার দল ‘খুলনা টাইটানস’-এর। এ উপলক্ষে গতকাল দুপুরে খুলনার ‘হোটেল সিটি ইন’-এ সংবাদ সম্মেলন করেন টিমের ব্যবস্থাপনা পরিচালক কাজী এনাম আহমেদ। সংবাদ সম্মেলনে কাজী এনাম বলেছেন, ‘বৃহত্তর খুলনার মানুষ হিসেবে আমরা খুলনা টাইটানস টিম গঠন করেছি। এই টিমের মালিক খুলনা বিভাগের সকল ক্রীড়ানুরাগী।’ সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, ‘খুলনা টাইটানস নিঃসন্দেহে একটি ভালো দল। আমাদের দলের খেলোয়াড় কোচসহ ব্যবস্থাপনা কমিটি অত্যন্ত দক্ষ। আমরা আশা করছি সকলের দক্ষতা, অভিজ্ঞতা ও খুলনার মানুষের দোয়া নিয়ে মাহমুদুল্লাহ রিয়াদের নেতৃত্বে ভালো খেলে খুলনা টাইটানস এবারের বিপিএল আসরে প্রত্যাশিত ফলাফল উপহার দিতে পারবে।’
সংবাদ সম্মেলনে খুলনা ২ আসনের সংসদ সদস্য মোঃ মিজানুর রহমান মিজান ও খুলনা জেলা ফুটবল ফেডারেশনের সভাপতি অ্যাডভোকেট সাইফুল ইসলাম উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে কাজী এনাম আহমেদের মা কাজী আমেনা আহমেদ ও চাচা কাজী শওকত হাসান, খুলনা জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক কাজী শামীম আহসান প্রমুখ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে জাতীয় দলের প্রয়াত ক্রিকেটার মানজারুল ইসরাম রানার মা জামিলা খাতুন ও কৃতি ক্রিকেটার সাজ্জাদুল ইসলাম সেতুর মা গোলেনাহার খাতুনকে সম্মাননা দেওয়া হয়। এ সময় কাজী এনাম বলেন, ‘রানা ও সেতু সব সময়ের জন্য খুলনা টাইটানসের আইকন হিসেবে থাকবে।’


স্কোর কার্ড
বাংলাদেশ-ইংল্যান্ড, ২য় টেস্ট ১ম দিন
শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়াম, মিরপুর
টস : বাংলাদেশ
বাংলাদেশ ১ম ইনিংস রান বল ৪ ৬
তামীম এলবি ব মঈন ১০৪ ১৪৭ ১২ ০
ইমরুল ক ডাকেট ব ওকস ১ ৩ ০ ০
মুমিনুল বোল্ড মঈন ৬৬ ১১১ ১০ ০
মাহমুদুল্লাহ ক কুক ব স্টোকস ১৩ ২৬ ১ ১
সাকিব ক বেয়ারস্টো ব স্টোকস ১০ ৩২ ০ ০
মুশফিক ক কুক ব মঈন ৪ ১২ ০ ০
সাব্বির ক বেয়ারস্টো ব স্টোকস ০ ৬ ০ ০
শুভাগত ক বেয়ারস্টো ব ওকস ৬ ১৮ ১ ০
মিরাজ এলবি ব মঈন ১ ৬ ০ ০
তাইজুল অপরাজিত ৫ ১২ ১ ০
রাব্বি ক রুট ব মঈন ০ ১০ ০ ০
অতিরিক্ত (বা ১, লেবা ৯) ১০
মোট (অলআউট, ৬৩.৫ ওভার) ২২০
উইকেট পতন : ১-১ (ইমরুল), ২-১৭১ (তামীম), ৩-১৯০ (মুমিনুল), ৪-১৯৬ (মাহমুদুল্লাহ), ৫-২০১ (মুশফিক), ৬-২০২ (সাব্বির), ৭-২১২ (শুভাগত), ৮-২১৩ (মিরাজ), ৯-২১৫ (সাকিব), ১০-২২০ (রাব্বি)
বোলিং : ওকস ৯-৩-৩০-৩, ফিন ৮-১-৩০-০, মঈন ১৯.৫-৫-৫৭-৫, আনসারি ৬-০-৩৬-০, স্টোকস ১১-৫-১৩-২, রশিদ ১০-০-৪৪-০
ইংল্যান্ড ১ম ইনিংস রান বল ৪ ৬
কুক এলবি ব মিরাজ ১৪ ১২ ৩ ০
ডাকেট ক মুশফিক ব সাকিব ৭ ৫ ০ ১
রুট ব্যাটিং ১৫ ৩৩ ২ ০
ব্যালান্স ক মুশফিক ব মিরাজ ৯ ১৮ ২ ০
মঈন ব্যাটিং ২ ৭ ০ ০
অতিরিক্ত (বা ১, লেবা ২) ৩
মোট (৩ উইকেট, ১২.৩ ওভার) ৫০
উইকেট পতন : ১-১০ (ডাকেট), ২-২৪ (কুক), ৩-৪২ (ব্যালান্স)
বোলিং : মিরাজ ৬.৩-১-২৬-২, সাকিব ৬-২-২১-১
প্রথম দিন শেষে



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: খুলনার আজীবন আইকন রানা-সেতু
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ