Inqilab Logo

সোমবার ১৮ নভেম্বর ২০২৪, ০৩ অগ্রহায়ণ ১৪৩১, ১৫ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ছেড়ে কথা বলবে না বাংলাদেশও

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ৯ জানুয়ারি, ২০২২, ১২:০০ এএম

মাউন্ট মঙ্গানুইয়ে বাংলাদেশের কাছে টেস্টে প্রথম হারের ক্ষতে প্রলেপ দিতে নিউজিল্যান্ডের সেরা ক্রিকেটার রস টেইলর অযুহাত হিসেবে বলেছিলেন, সেখানে তাদের খেলার অভিজ্ঞতা খুব বেশি নেই। তবে তাতে মুমিনুল হকেদের জয়ের প্রতি শ্রদ্ধা দেখাতে এতটুকু কার্পণ্য করেননি বিদায়ী এই ক্রিকেটার। উল্টো প্রসংশাই ঝড়েছিল কিউই কিংবদন্তির কণ্ঠে। এবার কি বলবেন রসি? যে প্রেক্ষাপটে ক্রাইস্টচার্চে বাংলাদেশের বিপক্ষে নেমেছে নিউজিল্যান্ড (ম্যাচ শুরু হয়েছে ভোর ৪টায়), সেটা সাম্প্রতিক সময়ে পরিচিত নয় তাদের কাছেও! দেশের মাটিতে ১-০-তে পিছিয়ে থেকে সিরিজের দ্বিতীয় টেস্টে তারা নেমেছিল সর্বশেষ ২০১৬ সালে, অস্ট্রেলিয়ার বিপক্ষে। সর্বশেষ ২০১৭ সালে ঘরের মাঠে সিরিজ হেরেছিল নিউজিল্যান্ড, তবে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সেবার তিন টেস্ট সিরিজের প্রথমটি হয়েছিল ড্র।
ক্রাইস্টচার্চের হ্যাগলি ওভাল বরাবরই নিউজিল্যান্ডের জন্য পয়া। এই মাঠে তাদের রয়েছে দুর্দান্ত রেকর্ড। আট টেস্টে ছয়টি জয়ের সঙ্গে একটি করে ড্র ও হার। বাউন্সের সঙ্গে উইকেট ঘাসে ভরা হওয়ায় দলটির তারকাসমৃদ্ধ পেস আক্রমণ এখানে পেয়ে থাকে বাড়তি সুবিধা। তবে এই কঠিন চ্যালেঞ্জ নিয়ে তার তরুণ শিষ্যরা চিন্তিত নন বলে জানিয়েছেন বাংলাদেশের প্রধান কোচ রাসেল ডমিঙ্গো।
মাউন্ট মঙ্গানুইতে ৮ উইকেটে হেরে দুই ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে পিছিয়ে আছে স্বাগতিক নিউজিল্যান্ড। ক্রাইস্টচার্চ টেস্ট তাদের জন্য বাঁচা-মরার লড়াই। সিরিজ হার এড়াতে জয়ের কোনো বিকল্প নেই কিউইদের সামনে। এমন কঠিন পরিস্থিতিতে স্বাগতিকরা এমন এক ভেন্যুতে খেলতে নামছে, যেখানে তাদের সাফল্য ঈর্ষা জাগানিয়া। অন্যদিকে, সফরকারী বাংলাদেশ দলের সামনে রয়েছে ইতিহাস গড়ার হাতছানি। হ্যাগলি ওভালে হার এড়াতে পারলেই প্রথমবারের মতো নিউজিল্যান্ডের মাটিতে সিরিজ জয়ের উল্লাসে মাতবে তারা।
মাউন্ট মঙ্গানুইয়ে উইকেটে সেভাবে ঘাস ছিল না, গতি থাকলেও বাউন্সের দেখা মেলেনি সেভাবে। হ্যাগলি ওভালে অবশ্য উইকেটে সবুজের অভাব থাকবে না বলেই মনে হচ্ছে। এখনো উইকেট না দেখলেও বাংলাদেশের হেড কোচ রাসেল ডমিঙ্গো বলছেন, এ ম্যাচের আগে চাপে থাকবে নিউজিল্যান্ড। এবার কন্ডিশন একটু আলাদা হলেও সবুজ উইকেটে বাংলাদেশ ভীত নয়, বরং পেসাররা সেখানে বোলিং করতে মুখিয়ে আছেন বলেই জানিয়েছেন তিনি। নিউজিল্যান্ডকে এমন পরিস্থিতিতে দেখে ডমিঙ্গোর পর্যবেক্ষণ, ‘নিউজিল্যান্ড মানসম্পন্ন দল, তারা এই পরাজয়ে আহত। তবে দ্বিতীয় ম্যাচের আগে একটু নার্ভাস থাকবে। বিরতিও খুব বেশি পায়নি, এক-দুটি পরিবর্তন নিয়ে হয়তো মাঠে নামবে। তবে তাদের সেরা খেলাটাই খেলতে হবে। জয় নিয়ে সিরিজ ড্র করতে চাইবে। অবশ্য ঘরের মাঠ বলে একটু চাপেও থাকবে।’
নিউজিল্যান্ড চাপে থাকলেও বাংলাদেশ আছে উজ্জীবিতই। প্রথম টেস্টে ইবাদত হোসেনের দুর্দান্ত বোলিং তাঁকে এনে দিয়েছে ম্যাচসেরার পুরস্কার। হ্যাগলি ওভালেও ইবাদতদের জ্বলে ওঠার অপেক্ষায় আছেন ডমিঙ্গো, ‘আমার মনে হয় না তিন দিন ধরে ইবাদতের হাসি থেমেছে। সে দারুণ একটা ছেলে। সে যা অর্জন করেছে, তার জন্য আমি খুবই খুশি। তবে তারা (পেসাররা) অনেক উজ্জীবিত। তারা জানে, ঘরের মাঠে খুব একটা সুবিধা পাবে না এবং সেখানে স্পিনাররাই ৯০ শতাংশ বল করে। এই কন্ডিশনে খেলার জন্য তাই তারা অনেক উন্মুখ হয়ে আছে। আশা করি ভালো করবে।’
মাউন্ট মঙ্গানুইয়ে গুরুত্বপূর্ণ টসে জিতেছিলেন বাংলাদেশ অধিনায়ক মুমিনুল হক। ক্রাইস্টচার্চের এ মাঠেও টসটাকে গুরুত্বপূর্ণ মনে করছেন ডমিঙ্গো, ‘টস অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে। পরিসংখ্যান বলে, গত ১০ ম্যাচে মাত্র ১টি ম্যাচ জিতেছে আগে ব্যাট করা দল (৮ ম্যাচে ২ বার জিতেছে আগে ব্যাটিং করা দল, তবে টসে জিতে এখন পর্যন্ত কেউ ব্যাটিং নেয়নি)। এখানে প্রথম ইনিংসে ২৬০-২৭০ (২৮২) রান হয়। নতুন বল ব্যবহারের জন্য প্রথম দিন অনেক গুরুত্বপূর্ণ। নিউজিল্যান্ড টস জিতলে বোলিং করতে চাইবে, আমরাও চাইব।’ তবে পেসারদের নিয়ে বেশ আত্মবিশ্বাসী ডমিঙ্গো, ‘আমি এখনো পিচ দেখিনি। ডানেডিন, ওয়েলিংটন ও হ্যামিল্টনে এর আগে গেলেও ক্রাইস্টচার্চে কোনো টেস্টের জন্য আমার আসাও হয়নি আগে। এই উইকেটে পেসাররা অনেক বেশি সুবিধা পায়, হয়তো তাউরাঙ্গার চেয়ে বেশি সহায়তা পাবে। এটাও আমাদের সুবিধা দেবে। আমাদের কয়েকজন মানসম্পন্ন পেসার আছে। খুব কম সময়ই বাংলাদেশ ঘাসের উইকেটে সুবিধা নেওয়ার কথা ভাবতে পারে। আমাদের তিন পেসার অনেক উঁচু মানের, তারা আত্মবিশ্বাসী। শুরুতে বোলিং করে কিছু উইকেট নিতে পারলে আশা করি, তাদের ঘায়েল করতে পারব।’
সবশেষ টেস্টে জয়ের আগে নিউজিল্যান্ডের মাটিতে সব সংস্করণ মিলিয়ে ৩২ ম্যাচ খেলে সবকটিতে হেরেছিল বাংলাদেশ। বারবার দেশটিতে সফরে গিয়ে ব্যর্থতা সঙ্গী হয়েছিল তাদের। কিন্তু সেই গভীর ক্ষত বয়ে বেড়ানো সিনিয়র ক্রিকেটারদের অনেকেই নেই এবার। মাউন্ট মঙ্গানুই টেস্টে নিউজিল্যান্ডের একাদশের সাত সদস্যের বয়স ছিল ৩০ বছরের বেশি। কাইল জেমিসন ও রাচিন রবীন্দ্র, কেবল এই দুইজনের বয়স ছিল ২৮ বছরের কম। অন্যদিকে, বাংলাদেশের একাদশে থাকা আট ক্রিকেটারের বয়সই ছিল ২৮ বছরের কম। এটাকে ইতিবাচক হিসেবে দেখছেন বাংলাদেশের প্রধান কোচ, ‘এটি একটি তরুণ দল। তাই তারা এমন সব ক্ষত নিয়ে এখানে আসেনি যেগুলো নিউজিল্যান্ডের বিপক্ষে অনেকবার খেলার কারণে সিনিয়র খেলোয়াড়দের মধ্যে তৈরি হয়েছে।’
মাউন্ট মঙ্গানুইয়ের সঙ্গে ক্রাইস্টচার্চে আবহাওয়ার পার্থক্যটা টের পাচ্ছেন বলে জানিয়েছেন বাংলাদেশ ফাস্ট বোলার তাসকিন আহমেদ, ‘গতকাল (পরশু) বৃষ্টির জন্য আমাদের অনুশীলন সেশনটি হয়নি। তবে আমরা ভালো জিম সেশন করেছি। আজকের (গতকাল) অনুশীলনটা ভালো ছিল। আর আবহাওয়া একটু আলাদা। ঠান্ডাটা একটু বেশি, বাতাসটা একটু শক্তিশালী। তবে অনুশীলনে আমরা যতটুকু পেরেছি মানিয়ে নিয়েছি। এখন আমরা আশাবাদী।’



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মাউন্ট মঙ্গানুইয়ে বাংলাদেশ
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ