Inqilab Logo

মঙ্গলবার ০৫ নভেম্বর ২০২৪, ২০ কার্তিক ১৪৩১, ০২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জামালদের নতুন কোচ স্প্যানিশ ক্যাবরেরা

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ৯ জানুয়ারি, ২০২২, ১২:০০ এএম

অবশেষে জামাল ভূঁইয়ারা নতুন কোচ হিসেবে পাচ্ছেন স্প্যানিশ হ্যাভিয়ের ক্যাবরেরাকে। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) জাতীয় দল কমিটি এক বছরের জন্য তাকে নিয়োগ দিয়েছে। গতকাল দুপুরে মতিঝিলস্থ বাফুফে ভবনে জাতীয় দল কমিটির সভা শেষে গণমাধ্যমকে আনুষ্ঠানিকভাবে এ তথ্য জানানো হয়। জাতীয় দলের নতুন স্প্যানিশ এই কোচের প্রথম অ্যাসাইনমেন্ট ইন্দোনেশিয়ার বালিতে। ২৪ ও ২৭ জানুয়ারি বাংলাদেশ দল বালিতে দুইটি ম্যাচ খেলবে। এই ম্যাচের জন্য জাতীয় দল ঘোষণা ও ক্যাম্পের বিষয়ে নানা তথ্য বাফুফে ক’দিন পর জানাবে।
ইংল্যান্ডের জেমি ডেকে দায়িত্ব থেকে অব্যাহিত দেওয়ার পর থেকেই জামাল-তপুদের জন্য একজন হাই প্রোফাইল বিদেশি কোচের সন্ধানে ছিল দেশের ফুটবলের অভিভাবক সংস্থা। ইংল্যান্ড, জার্মানি, ফ্রান্স ও স্পেনের কোচের জীবন-বৃত্তান্ত যাচাই-বাছাই শেষে বিশ্বের অন্যতম জনপ্রিয় ফুটবল ক্লাব স্পেনের বার্সেলোনা যুব দলে কাজ করা একজন কোচকেই নিয়োগ দিয়েছে বাফুফের জাতীয় দল কমিটি। স্প্যানিশ হ্যাভিয়ের ক্যাবরেরা নিয়োগ পাওয়ায় প্রায় তিন মাস পর পূর্ণ মেয়াদের কোচ পাচ্ছে বাংলাদেশ জাতীয় দল। ব্রিটিশ জেমি ডে’কে অব্যাহতি দেওয়ার পর দু’জন অন্তবর্তীকালীন বিদেশী কোচ দিয়ে দু’টি আন্তর্জাতিক টুর্নামেন্ট চালিয়েছে বাফুফে। একজন বসুন্ধরা কিংসের স্প্যানিশ কোচ অস্কার ব্রুজোন ও অন্যজন ঢাকা আবাহনীর পতুর্গিজ কোচ মারিও লেমোস। ব্রুজোন গত অক্টোবরে দায়িত্ব পালন করেছেন মালদ্বীপের সাফে এবং পরের মাসে লেমোস ছিলেন শ্রীলঙ্কার চারজাতি টুর্নামেন্টে লাল-সবুজদের কোচ। তবে নতুন বছরে জানুয়ারির ফিফা উইন্ডোর আগে বাফুফে জামালদের জন্য নতুন কোচ আনলো। জেমি ডে’র মতোই হ্যাভিয়ের ক্যাবরেরা প্রথম কোন দেশের জাতীয় দলের কোচ হতে যাচ্ছেন। লাল-সবুজদের দায়িত্ব নিতে আগামী ১৫ অথবা ১৬ জানুয়ারি ঢাকায় আসবেন ৩৭ বছর বয়সী ক্যাবরেরা। উয়েফা প্রো-লাইসেন্সধারী এই কোচের বিভিন্ন ক্লাবের একাডেমি পরিচালনা ও টেকনিক্যাল ডিরেক্টর পদে কাজ করার অভিজ্ঞতা রয়েছে। এর মধ্যে রয়েছে লা লিগার স্প্যানিশ ক্লাব দেপোর্তিভো আলাভেসের যুব এলিট একাডেমির কোচ, লা লিগা স্কুল ও বার্সেলোনা যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া শাখার একাডেমিসহ এই স্তরের অন্য ক্লাবে টেকনিক্যাল ডিরেক্টর হিসেবে কাজ করেছেন হ্যাভিয়ের ক্যাবরেরা। তিনি দুই বছরের বেশি সময় ধরে লা লিগার টেকনিক্যাল ডিরেক্টর পদেও দায়িত্বরত ছিলেন। সে সময় লা লিগার স্কুল ফুটবল কার্যক্রমের অংশ হিসেবে ভারতের বিভিন্ন স্কুলের হাজার হাজার শিক্ষার্থীদের মাঝে ফুটবলের জ্ঞান ছড়িয়ে দিয়েছেন ক্যাবরেরা। এছাড়া ২০১৩ থেকে ২০১৫ সাল পর্যন্ত ভারতের আই-লিগের দল স্পোর্টিং দ্য গোয়া’র সহকারী কোচ ছিলেন তিনি। পাশাপাশি টেকনিক্যাল ডিরেক্টর হিসেবে ক্লাবটির একাডেমির বিভিন্ন বয়সভিত্তিক দলের খেলোয়াড়দের ফুটবল দীক্ষা দিয়েছেন তিনি। ক্যাবরেরাকে আলাদা করেছে এখানেই, তৃণমূল ফুটবল ও বিভিন্ন একাডেমির হয়ে কাজ করার পাশাপাশি ফুটবল অ্যানালিস্ট হিসেবেও ক্যাবরেরার খ্যাতি আছে। জনপ্রিয় ওয়েবসাইট ‘অপটা স্পোর্টস’এর বিশেষজ্ঞ অ্যানালিস্ট হিসেবে কাজ করেছেন টানা ছয় বছর। ফুটবল ছাড়াও বিজ্ঞাপন ও বিপণন বিষয়ের উপর ব্যাচেলর ডিগ্রি রয়েছে তার। এতসব যোগ্যতা এবং অভিজ্ঞতা নিয়েই বাংলাদেশ ফুটবলের দায়িত্ব নিতে ঢাকায় আসছেন হ্যাভিয়ের ক্যাবরেরা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: জামালদের নতুন কোচ স্প্যানিশ ক্যাবরেরা
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ