Inqilab Logo

শক্রবার ০৯ নভেম্বর ২০২৪, ২৪ কার্তিক ১৪৩১, ০৬ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কুয়েটে ভর্তি পরীক্ষা দিয়েছে ৭৭শতাংশ আবেদনকারী

প্রকাশের সময় : ২৯ অক্টোবর, ২০১৬, ১২:০০ এএম

খুলনা ব্যুরো : কুয়েটে ২০১৬-১৭ শিক্ষাবর্ষে তিনটি অনুষদের ১৪টি বিভাগে এক হাজার ৫জন আসনের বিপরীতে যোগ্য ১২ হাজার ৭১৭জন আবেদনকারীর সকলেই ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পায়। তবে তারমধ্যে ৯ হাজার ৮১৮ অর্থাৎ ৭৭ দশমিক ২০ শতাংশ পরীক্ষার্থী ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করে।
আগামী ৮ নভেম্বর মঙ্গলবার ভর্তির জন্য নির্বাচিত শিক্ষার্র্থীদের নামের তালিকা প্রকাশ করা হবে এবং ভর্তির তারিখ ঘোষণা করা হবে। ভর্তি পরীক্ষার ফলাফল বিশ্ববিদ্যালয়ের নোটিশ বোর্ড ও ওয়েবসাইটে (িি.িশঁবঃ.ধপ.নফ) পাওয়া যাবে।
পরীক্ষা চলাকালীন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মুহাম্মদ আলমগীর ভর্তি পরীক্ষার কেন্দ্রসমূহ পরিদর্শন করেন। এ সময় ভর্তি কমিটির সভাপতি ও যন্ত্রকৌশল অনুষদের ডীন প্রফেসর ড. তারাপদ ভৌমিকসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: কুয়েটে ভর্তি পরীক্ষা দিয়েছে ৭৭শতাংশ আবেদনকারী
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ