Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ইসরাইলের সংসদে আরবি ভাষায় কথা বলায় সাংসদকে হেনস্ত

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৮ জানুয়ারি, ২০২২, ১১:৫১ এএম

ইসরাইলের সংসদে আরবি ভাষায় কথা বলায় হেনস্তার শিকার হয়েছেন ওয়ালিদ তাহা নামের একজন ইসরাইলি-ফিলিস্তিনি সংসদ সদস্য।

ওয়ালিদ তাহা ইউনাইটেড আরব লিস্ট দল থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। বৃহস্পতিবার নতুন বিদ্যুৎ আইন নিয়ে ইসরাইলের সংসদে কথা হচ্ছিল। যখন ওয়ালিদের কথা বলার সময় আসে, তখন তিনি আরবিতে বক্তব্য দিতে শুরু করেন।
কিন্তু সাবেক প্রধানমন্ত্রী বেনজামিন নেতানিয়াহুর দল লিকুদ পার্টির সদস্য ডেভিড আমসালেম তাকে ধমক দেন। চিৎকার করে তিনি বলতে থাকেন, এটা ইসরাইলের সংসদ। এখানে হিব্রুতে কথা বলতে হবে।
সংসদের এই অধিবেশনটিতে সভাপতিত্ব করছিলেন মানসুর আব্বাস। ওয়ালিদ তাহা তার দল ইউনাইটেড আরব লিস্টের সদস্য।
সর্বশেষ নির্বাচনে ইউনাইটেড আরব লিস্ট ইসরাইলের নতুন প্রধামন্ত্রী নাফতালি বেনেটের সঙ্গে যোগ দেয়। এতে করে ব্যাপক সমালোচনার মুখে পড়ে তারা।
এদিকে সংসদে ওয়ালিদ তাহাকে হেনস্তা করার পর সামাজিকমাধ্যমগুলোতে তাকে নিয়ে সমালোচনা করে লিকুদ পার্টির অন্য সদস্যরা।
ইসরাইলের মোট জনসংখ্যার ২০ ভাগ হলো ইসরাইলি-ফিলিস্তিনি। এ কারণে আরবি ইসরাইলের দাপ্তরিক ভাষা ছিল। কিন্তু ২০১৮ সালে দাপ্তরিক ভাষা থেকে আরবিকে বাদ দেওয়া হয়। সূত্র : দ্য নিউ আরব নিউজ



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: হিব্রু
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ