Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ভারতে একদিনে করোনায় আক্রান্ত লক্ষাধিক

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ৮ জানুয়ারি, ২০২২, ১১:১২ এএম

ভারতে আবারও বাড়ছে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা। শুক্রবার নতুনভাবে আরও ১ লাখ ১৭ হাজার ১০০ জনের করোনা শনাক্ত হয়েছে যা আগের দিনের চেয়ে ২৮ শতাংশ বেশি।

করোনায় একদিনে প্রাণ হারানো মানুষের সংখ্যাও ৩০২ জনে দাঁড়িয়ে মোট মৃত্যুর সংখ্যা হয়েছে ৪ লাখ ৮৩ হাজার ১৭৮ জনে।

এরই মধ্যে ভারতের ২৩টি রাজ্য ও ইউনিয়নে করোনার নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩ হাজার ৭ জনে।

শুক্রবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

এর আগে বৃহস্পতিবার ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া তথ্য অনুযায়ী, ২৪ ঘণ্টায় দেশটিতে নতুন করে করোনায় সংক্রমিত হয়েছিল ৯০ হাজার ৯২৮ মানুষ। মৃত্যুর সংখ্যা ছিল ৩২৫ জন।

অন্যদিকে বৃহস্পতিবারের তুলনায় শুক্রবার বার ভারতে দৈনিক মৃত্যুর সংখ্যা কমলেও তা এখনও তিনশর ওপরেই রয়েছে। গত ২৪ ঘণ্টায় দেশটিতে মারা গেছেন ৩০২ জন। অর্থাৎ গত একদিনে প্রাণহানির সংখ্যা কমেছে ২৩। মহামারির শুরু থেকে দেশটিতে এখন পর্যন্ত মারা গেছেন ৪ লাখ ৮৩ হাজার ১৭৮ জন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনা

৫ ফেব্রুয়ারি, ২০২৩
১০ ডিসেম্বর, ২০২২
৭ সেপ্টেম্বর, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ