Inqilab Logo

বুধবার, ২৬ জুন ২০২৪, ১২ আষাঢ় ১৪৩১, ১৯ যিলহজ ১৪৪৫ হিজরী

খালেদ ইকবাল চট্টগ্রাম বন্দরের নতুন চেয়ারম্যান

প্রকাশের সময় : ১৩ ফেব্রুয়ারি, ২০১৬, ১২:০০ এএম

চট্টগ্রাম ব্যুরো : চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ লাভ করেছেন নৌবাহিনীর রিয়ার এডমিরাল এম খালেদ ইকবাল। নিয়োগের আনুষ্ঠানিকতা সম্পন্ন করার পর গত বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
এর আগে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান হিসেব দায়িত্ব পালন করে আসছিলেন বর্তমান নৌবাহিনী প্রধান ভাইস এডমিরাল নিজাম উদ্দিন আহমেদ। গত ২০ জানুয়ারি নৌবাহিনীর প্রধান হিসেবে তিনি নিয়োগ লাভ করেন। নৌবাহিনী প্রধানের দায়িত্ব গ্রহণের পর থেকে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সদস্য (প্রকৌশল) জুলফিকার আজিজ ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেব দায়িত্ব পালন করে আসছিলেন।
এদিকে বাংলাদেশ নৌ বাহিনীর ফ্লিট কমান্ডার রিয়ার এডমিরাল খালেদ ইকবালকে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান হিসেবে প্রেষণে নিয়োগ দিতে তার চাকরি নৌপরিবহন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে। চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ সূত্র নতুন চেয়ারম্যান নিয়োগের বিষয়টি নিশ্চিত করেছেন। রিয়ার এডমিরাল এম খালেদ ইকবাল আগামী সপ্তাহে চট্টগ্রাম বন্দর চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ করতে পারেন বলে জানা গেছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: খালেদ ইকবাল চট্টগ্রাম বন্দরের নতুন চেয়ারম্যান
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ