Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

উচ্চবেতনে বাড়ি থেকে কাজের সুযোগ বাড়বে

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৮ জানুয়ারি, ২০২২, ১২:০৪ এএম

বৈশ্বিক মহামারী মানুষকে নতুন অনেক অভিজ্ঞতার মধ্য দিয়ে নিয়ে গেছে। এমন অনেক কাজে অভ্যস্ত হতে হয়েছে, যা হয়তো আগে কখনো কল্পনায়ই আসেনি। ঝাঁ চকচকে করপোরেট অফিসের বদলে নিজের বিছানায় ল্যাপটপে গুরুত্বপূর্ণ সব কাজ সারতে হবে, সেটা ভাবেননি বেশির ভাগ করপোরেট কর্মী। তবে খালি চোখে দেখা যায় না এমন এক ভাইরাসের ভয়ে সেসব অজানা কাজই এখন কর্মজীবী মানুষের নিত্যদিনের অভ্যাসে পরিণত হয়েছে। নতুন একটি গবেষণা বলছে, সামনের দিনগুলোয় আরো বাড়বে বাড়িতে বসে কাজ করার পরিমাণ। বিশেষ করে উচ্চ বেতনে কাজ করেন এমন পেশাজীবীদের বাড়িতে বসে বা অফিসের বাইরে থেকে কাজ করার পরিমাণও বাড়বে। নভেল করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রনের সংক্রমণ বেড়ে যাওয়ার কারণে কর্মীদের অফিসে ফেরা নিয়ে বিশ্বজুড়েই নতুন করে শঙ্কার তৈরি হয়েছে। এমন বাস্তবতায় ক্যারিয়ারবিষয়ক প্রতিষ্ঠান ল্যাডারস ইনকরপোরেশনের এক গবেষণায় উঠে এসেছে, বাড়িতে বসে কাজ করার নতুন সম্ভাবনার কথা। সেখানে বলা হয়েছে, উচ্চ বেতনে কাজ করেন এমন এক-চতুর্থাংশ কর্মী চলতি বছরের শেষ নাগাদ বাড়ি থেকে কাজ করবেন। ল্যাডারসের প্রধান নির্বাহী কর্মকর্তা মার্ক সেনেডেলা এক বিবৃতিতে বলেন, কর্মক্ষেত্রে উপস্থিতির ক্ষেত্রে যে পরিবর্তন বিশ্বজুড়ে সংঘটিত হচ্ছে, তা আদতে একটি স্থায়ী পরিবর্তন। কিন্তু বেশির ভাগ মানুষই এটিকে গুরুত্বের সঙ্গে দেখছে না। যদি যুক্তরাষ্ট্রের নাগরিকদের কথা বলি, তাহলে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর তাদের জীবনযাপন ও কাজের ব্যবস্থার ক্ষেত্রে এটিই সবচেয়ে বড় পরিবর্তন। যেহেতু মানুষ এখন যেকোনো স্থান থেকে কাজ করার সুযোগ পাচ্ছে, ফলে তারা যেকোনো জায়গায় বাস করতে পারে বলে মন্তব্য করেন সেনেডেলা। চাইলে নিজের ছোট শহরে বসেও কাজ করা সম্ভব। ল্যাডারস ইনকরপোরেশন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: উচ্চবেতন
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ