Inqilab Logo

শুক্রবার ০৮ নভেম্বর ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১, ০৫ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

স্বচ্ছতার ভাবমর্যাদা নিয়ে চীনা জনগণের মধ্যে শক্ত ভিত নির্মাণ করেছেন জিনপিং

মাও সেতুং এবং দেং শিয়াওপিংয়ের পর চীনের সবচেয়ে গুরুত্বপূর্ণ নেতার আবির্ভাব

প্রকাশের সময় : ২৯ অক্টোবর, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : এক মহা পরিকল্পনা বাস্তাবায়নের দিকে এগিয়ে যাচ্ছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। গত চার বছরে শক্ত হাতে নিয়ন্ত্রণ করে তিনি চীনকে যেখানে নিয়ে এসেছেন তাতে যথেষ্ট সন্তুষ্ট দেশটির সাধারণ নাগরিকরা। কমিউনিস্ট পার্টিকে তিনি স্বচ্ছ একটা ইমেজ দিতে চেয়েছিলেন এবং সেটা পুরোপুরিই পেরেছেন। তাই, মহান নেতা মাও সেতুং ও দেং জিয়াও পিংয়ের পর শি জিনপিংকে মনে করা হয় চীনের সবচেয়ে গুরুত্বপূর্ণ নেতা, যিনি দেশকে এগিয়ে নিয়ে যেতে জানেন। ৮ কোটি ৮০ লাখ সদস্যের চীনা কমিউনিস্ট পার্টির সুশৃংখল নেতৃত্ব তিনি বজায় রেখেছেন।
সম্প্রতি চারদিনব্যাপী কমিউনিস্ট পার্টির সম্মেলনে অংশ নেয় পলিটব্যুরোর চার শতাধিক সদস্য। এই সম্মেলনে কমিউনিস্ট পার্টির অভ্যন্তরে শৃঙ্খলা প্রতিষ্ঠারসহ অর্থনীতির গতি নিয়ন্ত্রণের মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয়। প্রেসিডেন্ট শি জিনপিং দেশের সর্বত্র স্বচ্ছতা প্রতিষ্ঠার যে অভিযান চালান তাতে চীনের মতো একটি বিশাল জনসংখ্যা এবং অর্থনীতির দেশে সামরিক বাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তাসহ সহস্রাধিক সরকারি কর্মকর্তাকে দুর্নীতির দায়ে বহিষ্কার, কারাদ- এবং ফাঁসি দেয়া হয়েছে। শি’র সাফল্য শুধু চীনা ভূখ-েই সীমাবদ্ধ নয়। তার নেতৃত্বে চীন এখন বিশে^ দ্বিতীয় অর্থনৈতিক শক্তি। সমর শক্তিতেও যে চীন কোথায় চলে গেছে তা বলাই বাহুল্য। শি’ এখন মহাপরিকল্পনা করছেন বৈশি^ক রাজনৈতিক মেরুকরণ নিয়ে। তাই বিশ^ব্যাপী বাজার সম্প্রসারণ করে যাচ্ছে সমান তালে। সম্মেলনে তাকে মহান উপাধি দেয়া হয়, রাষ্ট্রীয় গণমাধ্যমে তাকে আঙ্কেল শি হিসেবে উল্লেখ করার বিরোধিতা করেছেন তিনি। শি জিনপিং বেশ ভালোভাবেই বুঝতে পেরেছেন, দলে স্বচ্ছ ইমেজের যোগ্য নেতৃত্ব দরকার, তা না হলে কমিউনিস্ট পার্টির ক্ষমতা সুসংহত হবে না। সম্মেলনে বলা হয়, দলের কোন নেতার উচ্ছ্বসিত কাল্পনিক প্রশংসা করা যাবে না, ঘটনার ভিত্তিতে তাদের মূল্যায়ন করতে হবে। এতো সামাজিক মাধ্যম ওয়েইবোতে অনেকেই হতাশ হয়েছেন। কারণ তারা শি’কে মহান নেতা হিসেবে তুলে ধরতে না পেরে মনঃক্ষুণ।
অনেকেই লিখেছেন, শি পার্টির মহান নেতা। তার নেতৃত্বে চীনাদের স্বপ্ন সত্যিকার অর্থেই বাস্তবায়িত হবে। তিনি একটি শক্তিশালী ও সার্বভৌম দেশ প্রতিষ্ঠায় সাফল্যের দ্বারপ্রান্তে। গ্লোবাল টাইমস লিখেছে, মহান নেতা হিসেবে শি চীনা জনগণের হৃদয়ে শক্ত আসন করে নিয়েছেন এবং তা অক্ষুন্ন থাকবে। শি নিজের যে স্বচ্ছ ভাবমূর্তি তৈরি করেছেন, তাতে বিমোহিত চীনা জনগণ। চীনের সকল নাগরিক জানেন, গত চার বছরে শি’র নেতৃত্ব চীনে অনেক জটিল ভূমিকা রেখেছে। শি দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধে সফল হয়েছেন এবং সন্ত্রাসবাদের মতো বিষয়গুলো চমৎকারভাবে নিয়ন্ত্রণ করেছেন। চীনারা ভাবতে পারতেন না যে, পার্টির নেতৃত্বে দুর্নীতি থাকতে পারে, কিন্তু সেটাই হয়েছিলো। অতঃপর শি তা শক্ত সহাতে দমন করলেন। তিনি হুঁশিয়ার করে দেন, এ কারণে ক্ষমতায় দল আক্রান্ত হতে পারে। শি জিনপিংয়ের এমন স্বচ্ছ ভাবমূর্তিই চীনাদের মধ্যে তাকে ব্যাপক জনপ্রিয় করে তুলেছে। তার ব্যাপারে চীনাদের মন্তব্য হচ্ছেÑ শি যা করেছেন, তা অন্য নেতারা করতে পারেননি। তিনি দুর্নীতির বিরুদ্ধে যথার্থ লড়াই করেছেন। রয়টার্স, ওয়েবসাইট।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: স্বচ্ছতার ভাবমর্যাদা নিয়ে চীনা জনগণের মধ্যে শক্ত ভিত নির্মাণ করেছেন জিনপিং
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ