Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

হানিফের আসনেই নৌকার ৩ প্রার্থী জামানত হারালেন

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ৭ জানুয়ারি, ২০২২, ৯:৫৫ এএম

কুষ্টিয়া-৩ (সদর) আসনের এমপি বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফের সংসদীয় এলাকায় নৌকার ৩ প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হওয়ায় চলছে আলোচনা-সমালোচনার ঝড়।

জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আজগর আলী বলছেন, ‘নেতাদের মধ্যে সমন্বয়ের অভাবেই ফল বিপর্যয় হয়েছে।’

পঞ্চম ধাপের নির্বাচনে কুষ্টিয়া সদর উপজেলার ১১টি ইউনিয়ন পরিষদে নৌকার তিন চেয়ারম্যান প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়েছে। এই তিন চেয়ারম্যান প্রার্থী ভোট পেয়েছেন যথাক্রমে ১১৪, ১৭৭ ও ২৩২টি। এমন বিপর্যয়ের জন্য প্রার্থীরা দুষছেন দলের নেতাদের অভ্যন্তরীণ কোন্দলকে। আর সমন্বয়হীনতাকে দায়ী করছেন জেলা আওয়ামী লীগের নেতারা।

এর আগে গত বছরের ১১ নভেম্বর মিরপুর উপজেলার পোড়াদহ ইউনিয়ন পরিষদের নির্বাচনে নৌকার প্রার্থী শারমিন আক্তারেরও জামানত বাজেয়াপ্ত হয়েছিল। তিনি পেয়েছিলেন মাত্র ৪২৭ ভোট। ভোট পড়েছিল ২৪ হাজার ৮৩২টি।



 

Show all comments
  • আশরাফ উজ জামান টুলু ৭ জানুয়ারি, ২০২২, ১০:৩১ এএম says : 0
    হানিফ যে ধরনের নেতা তাতে যদি প্রকৃত অর্থে জনগণ তার নিজের ভোট নিজে দিবার সুযোগ পায়, তাহলে সে নিজেই নিজের আসন হারাবে, এতে কোন সন্দেহ নাই।। জনগণ শুধু নির্যাতন ও হয়রানির ভয়ে মুখ বন্ধ করে রেখেছেন|||
    Total Reply(0) Reply
  • মোঃ মোস্তাইন বিল্লাহ মানিক ১৩ জানুয়ারি, ২০২২, ৩:৩৪ পিএম says : 0
    শুধু হানিফ নয়,বাংলাদেশের সব জায়গায় ওদের একই অবস্থা।
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: হানিফ


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ