Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অতিমানব শুভাগতে চ্যাম্পিয়ন মধ্যাঞ্চল

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ৬ জানুয়ারি, ২০২২, ১১:৫৬ পিএম

উইকেটের পরিস্থিতি বিচারে চ্যালেঞ্জিং লক্ষ্যে নেমে টপ অর্ডারে নেমেছিল ধস। ৫০ রানের আগেই ৫ ব্যাটসম্যান হারিয়ে খাদের কিনারে চলে গিয়েছিল ওয়ালটন মধ্যাঞ্চল। ৬৮ রানে পড়ে গিয়েছিল ৬ উইকেট। দলের এমন বিপর্যয়ে বুক চিতিয়ে দাঁড়ালেন অধিনায়ক শুভাগত হোম। জাকের আলি অনিককে নিয়ে দুর্দান্ত এক অবিচ্ছিন্ন জুটিতে দলকে চ্যাম্পিয়ন বানালেন তিনি। গতকাল মিরপুর শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে বিসিবি দক্ষিণাঞ্চলকে ৪ উইকেটে হারিয়ে চার আসর পর বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) শিরোপা ঘরে তুলেছে ওয়ালটন। বিসিএলে এটি তাদের তৃতীয় শিরোপা।
দলকে জেতাতে সাত নম্বরে নেমে ওয়ানডে ঘরানায় ১২১ বলে ১১৪ রানের অসাধারণ এক অপরাজিত ইনিংস খেলেন শুভাগত। প্রথম ইনিংসেও দলের বিপর্যয়ে তিনি করেছিল ১১৬ রান। দুই ইনিংসেই সেঞ্চুরি করে দলের শিরোপা জেতার নায়ক তাই এই অলরাউন্ডার। ২১৮ রানের লক্ষ্যে নেমে চতুর্থ দিন বিকেলেই ২৬ রানে ৩ উইকেট হারিয়ে বসে ওয়ালটন। পঞ্চম দিনের শুরুতে ফিরে যান ছন্দে থাকা সৌম্য সরকার। মেহেদী হাসান রানার বলে ৮ রান করে এলবিডব্লিউতে কাটা পড়েন সৌম্য।
তাইবুর রহমান পারভেজ এসেও টিকতে পারেননি। তিনিও শিকার রানার। এই বাঁহাতি পেসারের বলে মাত্র ৩ রান করে তিনি ক্যাচ দেন উইকেটরক্ষকের গ্লাভসে। ৪৭ রানে ৫ উইকেট হারিয়ে বসে মধ্যাঞ্চল। এরপর সালমান হোসেনকে নিয়ে একটি জুটি গড়ার চেষ্টায় ছিলেন শুভাগত। এই জুটিও বড় হয়নি। থিতু থাকা সালমান ইনিংস বড় করতে পারেননি। কামরুল ইসলাম রাব্বির বলে ৩৭ রান করে তিনি বিদায় নিলে হারের শঙ্কা বড় হয় মধ্যাঞ্চলের। সেই শঙ্কা দারুণ আস্থার সঙ্গে দূর করেন অধিনায়ক শুভাগত। তার সঙ্গে দারুণ নিবেদন দেখান অনিক। সপ্তম উইকেটে তাদের মহাগুরুত্বপূর্ণ জুটিতে আসে ১৫৩ রান। জাকের ১২৪ বলে অপরাজিত থাকেন ৪১ রানে। তাতে ম্যাচ জিতে চ্যাম্পিয়ন হওয়ার উল্লাসে মাতে ওয়ালটন।
দক্ষিণাঞ্চল : ৩৮৭ ও দ্বিতীয় ইনিংস : ২৬৮।
মধ্যাঞ্চল : ৪৩৮ ও দ্বিতীয় ইনিংস (লক্ষ্য ২১৮) : ৬৩.৫ ওভারে ২২১/৬ (মিঠুন ৭, মজিদ ৫, সৌম্য ৮, সালমান ৩৭, শুভগত ১১৪*, জাকের ৪১*; ফরহাদ ১/৩৮, রানা ২/৫০, নাসুম ২/৪৩, কামরুল ১/৪৫)। ফল : ওয়ালটন মধ্যাঞ্চল ৪ উইকেটে জিতে চ্যাম্পিয়ন। ফাইনাল সেরা : শুভাগত হোম।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: অতিমানব শুভাগতে চ্যাম্পিয়ন মধ্যাঞ্চল
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ