গুলিস্তানের বিস্ফোরণে নিহত ১৬ জনের নাম-পরিচয় পাওয়া গেছে
রাজধানীর গুলিস্তানের সিদ্দিক বাজার এলাকায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় এখন পর্যন্ত ১৬ জন নিহত হয়েছেন। এ
নারায়ণগঞ্জ থেকে স্টাফ রিপোর্টার : বৃহস্পতিবার দিবাগত রাতে নারায়ণগঞ্জের হাজীগঞ্জ এলাকায় অভিযানের সময় জেলা গোয়েন্দা পুলিশের উপর মাদক ব্যবসায়ীরা হামলা চালিয়েছে। ঘটনাস্থল থেকে ৫০ বোতল ফেনসিডিল, ৫ পিস ইয়াবা, ৬টি ককটেলসহ ৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হলো- সুফিয়ান, রাজু, বাপ্পি ও ইকবালসহ অপর ২ জন। গ্রেফতারকৃত ৬ জনের মধ্যে ৩ জন হত্যা মামলার আসামী বলে জানিয়েছে পুলিশ। মাদক ব্যবসায়ীদের হামলার ডিবি পুলিশের এসআই মাজাহার আহত হয়েছেন বলে জানা গেছে।
ডিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শহরের হাজীগঞ্জ আইলপাড়া এলাকায় রাত আনুমানিক ১০টার সময় অভিযান চালায় জেলা ডিবি পুলিশ। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ীরা পুলিশকে লক্ষ্য করে কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটনায়। এতে পুলিশের এসআই মাজহার আহত হন। একপর্যায়ে ঘটনাস্থল থেকে সুফিয়ার, রাজু, বাপ্পি ও ইকবালসহ অপর ২ জনকে আটক করে পুলিশ। গ্রেফতারকৃতদের মধ্যে ৩ জন বিভ্রান্তিকর তথ্য দেয়ায় তাদের সঠিক নাম জানাতে পারেনি পুলিশ। পুলিশ আরো জানায়, মাদক ব্যবসায়ীদের গ্রেফতারের সময় এসআই মাজহর সামান্য আহত হয়েছেন। তিনি চিকিৎসা নিয়েছেন সুস্থ আছেন। ডিবি পুলিশের একটি সূত্রে জানা যায়, গ্রেফতারকৃতরা চিহ্নিত মাদক ব্যবসায়ী। গ্রেফতারকৃতদের দেয়া তথ্যের ভিত্তিতে আরও অভিযান চালানো হবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।