Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

করোনায় স্থগিত হলো কলকাতা চলচ্চিত্র উৎসব

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ৬ জানুয়ারি, ২০২২, ১১:৫৪ এএম

করোনার কারণে স্থগিত হলো ২৭তম কলকাতা চলচ্চিত্র উৎসব। পশ্চিমবঙ্গসহ গোটা ভারতে করোনা সংক্রমণের সংখ্যা উদ্বেগ বাড়াচ্ছে। সেই বিষয়টি মাথায় রেখেই স্থগিত রাখা হলো চলচ্চিত্র উৎসব। আগামীকাল (৭ জানুয়ারি) থেকে চলচ্চিত্র উৎসব শুরু হওয়ার কথা ছিলো। আবার কবে চলচ্চিত্র উৎসব শুরু হবে তা এখনও জানানো হয়নি।

পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে বিবৃতিতে বলা হয়েছে, বর্তমান কোভিড পরিস্থিতিতে সিনেমা প্রেমীদের মধ্যে আবার করোনা ছড়ানোর সম্ভাবনা রয়েছে এবং ইতিমধ্যেই চলচ্চিত্র উৎসব কমিটির বহু ব্যক্তিত্বই করোনা আক্রান্ত হওয়ায় আপাতত ২৭তম কলকাতা চলচ্চিত্র উৎসব পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী ৭ থেকে ১৪ জানুয়ারি পর্যন্ত চলার কথা ছিলো চলচ্চিত্র উৎসব। আবার কবে চলচ্চিত্র উৎসব হবে, তা পরে জানানো হবে।

চলচ্চিত্র উৎসব আয়োজক কমিটির প্রধান রাজ চক্রবর্তী দ্বিতীয়বার করোনা আক্রান্ত হয়েছেন। করোনা পরিস্থিতি নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সংগে কথা বলেন পরিচালক রাজ চক্রবর্তী। তারপরেই চলচ্চিত্র উৎসব স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়।

বলিউড থেকে টলিউড, একের পর এক তারকা করোনায় আক্রান্ত হয়েছেন ইতিমধ্যেই। কেউ দ্বিতীয়বার আক্রান্ত। কারও আবার টিকার ডবল ডোজের পরও সংক্রমণ হয়েছে। করোনা আক্রান্ত হয়েছে রাজ চক্রবর্তীর স্ত্রী অভিনেত্রী শুভশ্রীও। করোনা পজিটিভ হওয়ার খবর প্রকাশ করেছেন অভিনেতা তথা আয়োজক কমিটির সদস্য পরমব্রত চট্টোপাধ্যায়। এছাড়া করোনা আক্রান্ত হয়েছেন অভিনেতা রুদ্রনীল ঘোষ। সর্বশেষ আক্রান্ত হয়েছেন অভিনেত্রী মিমি চক্রবর্তী, অভিনেতা দেব ও তার বান্ধবী রুক্মিনী ।

উল্লেখ্য, করোনার আবহের মধ্যেই গত বছরও ভার্চ্যুয়ালে কলকাতার ঐতিহ্যবাহী আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের উদ্বোধন হয়েছিল। কলকাতার এই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ১৯৯৫ সাল থেকে চলে আসছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনাভাইরাস

৪ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ