Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

টিকার সনদ ছাড়া রেস্তোরাঁয় খাওয়া বন্ধের সিদ্ধান্তে হতাশ ব্যবসায়ীরা

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ৬ জানুয়ারি, ২০২২, ১০:৫৭ এএম

করোনা সংক্রমণ কমাতে টিকা সনদ ছাড়া হোটেল-রেস্তোরাঁয় খাওয়া বন্ধের সিদ্ধান্তে হতাশ বাংলাদেশ রেস্তোরাঁ মালিক সমিতি। করোনায় ক্ষতির মুখে এ খাতের ব্যবসায়ীদের আবারও ঘুরে দাঁড়ানোর চেষ্টার মাঝে এমন সিদ্ধান্ত বাস্তবায়ন হলে লোকসানের আশঙ্কা ব্যবসায়ীদের। আর এমন সিদ্ধান্তে মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন সাধারণ মানুষ।
করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রন রোধে কয়েকদিনেরে মধ্যেই আবারও বিধি-নিষেধ আসছে। কড়াকড়ি আরোপের মধ্যে হোটেল রেস্তোরাঁয় টিকার সনদ ছাড়া খেতে না পারার বিষয়টিও রয়েছে।
এমন সিদ্ধান্ত অনেকে সাধুবাদ জানালেও সবার টিকা গ্রহণ নিশ্চিত না করে এমন সিদ্ধান্ত যুক্তিসঙ্গত নয় বলেও মত কারো কারো।
একজন বলেন, এটা চালু হলে মনে হয়, করোনা কমে যাবে। যখন টিকা নেওয়া মানুষ রেস্তোরাঁয় ঢুকবে তখন ভয়টা থাকবে না।
করোনা মহামারিতে লোকসানে থাকা এ ব্যবসায় আবারও এমন সিদ্ধান্তে হতাশ হোটেল মালিকরাও। এক রেস্তোরাঁ মালিক বলেন, সরকার যদি এ সিদ্ধান্ত নেয়, আমাদের ব্যবসা করোনায় লাটে উঠছে, এবার পুরোটা মাঠে নামবে। এমনিতেই কাস্টমার নেই, সরকারের কোনো সাহায্য আমরা পাইনি। কীভাবে আমরা এটা সামাল দেব? চিন্তা করতে পারছি না।
বিষয়টি বিবেচনার জন্য সংশ্লিষ্ট মহলের সঙ্গে আলোচনার কথা জানিয়েছে রেস্তোরাঁ মালিক সমিতি।
বাংলাদেশ রেস্তোরাঁ মালিক সমিতির মহাসচিব ইমরান হাসান বলেন, সরকারের সিদ্ধান্ত আমরা সাধুবাদ জানাই। সরকারের সিদ্ধান্তটা অবশ্যই বাস্তবিক হতে হবে। এটা কোনোভাবেই বাস্তবসম্মত না, যে আমি টিকাধারী চেক করে রেস্টুরেন্টে নেব। আমরা আশা করি সরকার বিষয়টা অনুধাবন করার চেষ্টা করবে। সারাবিশ্বের মতো ওমিক্রনকে রুখতে প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ। তারই অংশ হিসেবে স্বাস্থ্য মন্ত্রণালয় এ সিদ্ধান্ত বাস্তবায়নের সুপারিশ করে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনাভাইরাস

৪ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ