নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
ঘরোয়া ফুটবলে মৌসুমের দ্বিতীয় টুর্নামেন্ট ফেডারেশনকাপ সেমিফাইনালে ভিন্ন দুই ম্যাচে আজ মাঠে নামছে দেশের দুই ঐতিহ্যবাহী দল মোহামেডান স্পোর্টিং ক্লাব ও ঢাকা আবাহনী লিমিটেড। কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে বিকাল ৪টায় টুর্নামেন্টের প্রথম সেমিফইনালে খেলবে মোহামেডান ও রহমতগঞ্জ। একই ভেন্যুতে দ্বিতীয় সেমিতে সন্ধ্যা ৭ টায় ঢাকা আবাহনী মাঠে নামবে সাইফ স্পোর্টিং ক্লাবের বিপক্ষে।
প্রতিবার মৌসুম সূচক হিসেবেই মাঠে রাখা হলেও এবার দ্বিতীয় টুর্নামেন্ট হিসেবেই হচ্ছে ফেডারেশনকাপ। তিন ক্লাবের নাম প্রত্যাহারে টুর্নামেন্টটা কিছুটা রং হারালেও নকআউট পর্ব থেকে বেশ জম-জমাট। এবার সেমিফাইনালে খেলা চারদলেরই অভিজ্ঞতা আছে টুর্নামেন্টের ফাইনাল খেলার। এর মধ্যে সাইফ স্পোর্টিং গত আসরের আর রহমতগঞ্জ এর আগের আসরের রানার্স আপ দল। দু’দলই একবার করে ফাইনাল খেললেও কখনো শিরোপা জিততে পারেনি। এই দুই দলের সামনে আবারও সুযোগ ফাইনালে খেলার। অন্যদিকে দুই ঐতিহ্যবাহী চীরপ্রতিদ্বন্দ্বী ঢাকা আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের সামনে সুযোগ হারানো শিরোপা পুনরুদ্ধারের। দু’দলই ফের ফাইনালে খেলার লক্ষ্য নিয়েই মাঠে নামবে। সমর্থকদের প্রত্যাশা চলতি মৌসুমে আরও একটি আবাহনী-মোহামেডান দ্বৈরথ উপভোগের। ৯ জানুয়ারি হবে ফেডারেশন কাপের ফাইনাল ম্যাচ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।