Inqilab Logo

সোমবার ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রেকর্ডবইয়ে ওলট-পালট

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ৬ জানুয়ারি, ২০২২, ১২:০০ এএম

মাউন্ট মঙ্গানুই টেস্ট জিতে নতুন ইতিহাস গড়েছে বাংলাদেশ। নিউজিল্যান্ডের বিপক্ষে এটাই প্রথম টেস্ট জয় বাংলাদেশের। সব সংস্করণ মিলিয়ে নিউজিল্যান্ডের মাটিতে প্রথম জয়ও। এমন বেশ কিছু ওলট-পালট ঘটানো পরিসংখ্যানের পাতায়ও একটু চোখ বুলিয়ে নিতে পারাও যে স্বস্তি!

৩৩
সব সংস্করণ মিলিয়ে নিউজিল্যান্ডের মাটিতে তাদের বিপক্ষে আগের ৩২ ম্যাচ খেলে জয়শূন্য ছিল বাংলাদেশ। এর আগে বাংলাদেশ সেখানে খেলেছিল ৯টি টেস্ট ম্যাচ। ছিল না কোনো ড্র-ও। সব মিলিয়ে টেস্টে নিউজিল্যান্ডের বিপক্ষে ১৬তম দেখায় বাংলাদেশের প্রথম জয় এটি।

ষষ্ঠ কোন প্রতিপক্ষের বিপক্ষে টেস্টে জয় পেল বাংলাদেশ। এর আগের জয়গুলো এসেছে জিম্বাবুয়ে (৮), ওয়েস্ট ইন্ডিজ (৪), অস্ট্রেলিয়া (১), ইংল্যান্ড (১) ও শ্রীলঙ্কার বিপক্ষে।

র‌্যাঙ্কিংয়ের শীর্ষ ৫-এ থাকা দলগুলোর বিপক্ষে দেশের বাইরে বাংলাদেশ প্রথমবার জিতল মাউন্ট মঙ্গানুইতে। আইসিসি টেস্ট র‌্যাঙ্কিংয়ে নিউজিল্যান্ড এখন দুই নম্বরে।

৬১তম ম্যাচে এসে বিদেশের মাটিতে টেস্টে বাংলাদেশের ষষ্ঠ জয়।

উইকেটের হিসেবে দেশের বাইরে বাংলাদেশের সবচেয়ে বড় জয়।
১৭
বাংলাদেশের কাছে হারের আগে টানা ১৭ ম্যাচ দেশের মাটিতে টেস্টে অপরাজিত ছিল নিউজিল্যান্ড। সর্বশেষ ২০১৭ সালের মার্চে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে হেরেছিল কিউরা, ওয়েলিংটনে।
২০১১
বাংলাদেশের আগে সর্বশেষ ২০১১ সালে উপমহাদেশের কোনো দলের কাছে তাদের মাটিতে টেস্ট হেরেছিল নিউজিল্যান্ড, পাকিস্তানের কাছে।

দেশের মাটিতে নিজেদের সর্বশেষ ৮টি সিরিজেই জিতেছিল নিউজিল্যান্ড। ২ টেস্টের সিরিজে এবার প্রথমটিই হেরে যাওয়ায় ভাঙল সে ধারাও।
৬/৪৬
নিউজিল্যান্ডের মাটিতে বাংলাদেশ বোলারের সেরা বোলিং ফিগার এখন ইবাদত হোসেনের। এর আগে ৫ উইকেট নিয়েছিলেন একজনই- রুবেল হোসেন। ২০১০ সালে হ্যামিল্টনে ৫ উইকেট নিতে তিনি খরচ করেছিলেন ১৬৬ রান।
৭/১২১
ইবাদতের ম্যাচের ফিগারও নিউজিল্যান্ডের মাটিতে বাংলাদেশ বোলারদের সেরা। এর আগে সেরা ছিল মাশরাফি বিন মুর্তজার ২০০৮ সালে ডানেডিনে ৮৮ রানে নেওয়া ৫ উইকেট।

বিদেশের মাটিতে বাংলাদেশ পেসার হিসেবে প্রথমবারের মতো ম্যাচসেরা হলেন ইবাদত। মাশরাফি মুর্তজা ও মুস্তাফিজুর রহমানের পর তৃতীয় পেসার হিসেবে টেস্টে ম্যাচসেরার পুরস্কার জিতলেন তিনি।



 

Show all comments
  • আরফান ইউনিস অন্বয় ৬ জানুয়ারি, ২০২২, ১:৫৫ পিএম says : 0
    সাবাশ বাংলাদেশ,সামনে এগিয়ে যাও।
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: রেকর্ডবইয়ে ওলট-পালট

৬ জানুয়ারি, ২০২২
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ