Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কবি কাজী নজরুল ইসলাম-এর ‘বিদ্রোহী’ কবিতার শতবর্ষ উদযাপন অনুষ্ঠান

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ৬ জানুয়ারি, ২০২২, ১২:০২ এএম

বাংলাদেশের প্রাচীনতম নজরুল সৃষ্টিকর্মের চর্চা ও গবেষণা প্রতিষ্ঠান নজরুল একাডেমী এবং ‘এনআরবি নিউজ টোয়েন্টি ফোর ডট কম’ এর যৌথ উদ্যোগে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের অমর সৃষ্টি ‘বিদ্রোহী’ কবিতার শতবর্ষ উদযাপন উপলক্ষে আজ দিনব্যাপী অনুষ্ঠানমালার আয়োজন করা হয়েছে। সকাল ১১:০০ টায় জাতীয় কবির সমাধি সৌধে পুষ্প অর্পণ, ফাতেহা পাঠ, মোনাজাত, বিদ্রোহী কবিতার আংশিক পাঠ ও র‌্যালি অনুষ্ঠিত হবে। বাদ জোহর ঢাকা বিশ্ববিদ্যালয় মসজিদে মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। বিকাল ৪:০০টায় ‘কাজী নজরুল ইসলাম মিলনায়তন, নজরুল ভবন, বেলালাবাদ, মগবাজার, ঢাকায় আলোচনা, পদক-সম্মাননা প্রদান ও আবৃত্তি-সঙ্গীতানুষ্ঠানের আয়োজন করা হয়েছে। প্রথম পর্বে তুরস্কে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ও নজরুল একাডেমীর জীবন সদস্য মসয়ূদ মান্নান এনডিসি অনুষ্ঠানে প্রধান অতিথির আসন গ্রহণ করবেন। স্বাগত ভাষণ দেবেন মিন্টু রহমান, সাধারণ সম্পাদক, নজরুল একাডেমী। আলোচনা করবেন ম. মীজানুর রহমান, বিশিষ্ট কবি এবং গবেষণা ও প্রকাশনা, নজরুল একাডেমী এবং আবদুল মুকীত চৌধুরী, সাবেক সহ-সম্পাদক, দি নিউ নেশন। অনুষ্ঠানে নজরুল গবেষণায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ শফি চাকলাদারকে ‘নজরুল একাডেমী পদক ২০২২’ প্রদান করা হবে। ‘বিদ্রোহী কবিতার নন্দনতত্ত্ব’ গন্থটির প্রণেতা হাসান আলীম, উক্ত গ্রন্থের ইংরেজী অনুবাদক এবং নজরুল সাহিত্যের ইংরেজী অনুবাদ গ্রন্থের প্রণেতা আনিস ফাতেমা এবং অনুবাদ এর জন্য নূর-আল-আলমকে ‘নজরুল একাডেমী সম্মাননা ২০২২’ প্রদান করা হবে। সভাপতির ভাষণ দেবেন মো. আবদুল হান্নান, সহ-সভাপতি, নজরুল একাডেমী ও বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব। দ্বিতীয় পর্বে প্রধান অতিথি থাকবেন জাতীয় কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়-এর সদ্য বিদায়ী উপাচার্য ড. এএইচএম মোস্তাফিজুর রহমান। অনুষ্ঠানে বিগত দেড় বছর ধরে এনআরবি নিউজে ‘শতবর্ষে বিদ্রোহী’ অনুষ্ঠানের কিছু অংশগ্রহণকারীদের শুভেচ্ছা ক্রেস্ট প্রদান করা হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: কবি কাজী নজরুল ইসলাম


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ