মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
জাপানের ওকিনাওয়া দ্বীপের মার্কিন সামরিক ঘাঁটিতে করোনাভাইরাসের সংক্রমণ ছড়িয়ে পড়ার পর সেখানে রাষ্ট্রীয় জরুরি অবস্থা ঘোষণার চিন্তা করছে জাপান সরকার।
দেশটির সরকারি কর্মকর্তারা বলছেন, মার্কিন সামরিক ঘাঁটি থেকেই করোনাভাইরাসের সংক্রমণ ছড়িয়ে পড়েছে।
আজ (বুধবার) জাপানের গণমাধ্যম জানিয়েছে, প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা চলতি সপ্তাহে জরুরি অবস্থা ঘোষণা দিতে পারেন। গতকাল ওকিনাওয়ার সরকারি কর্মকর্তারা ২২৫টি সংক্রমণের কথা জানিয়েছেন যার মধ্যে ওমিক্রণ ভ্যারিয়েন্টের সংক্রমণ রয়েছে ৪৭টি।
জাপানে ৪৭ হাজার মার্কিন সেনা মোতায়েন করা রয়েছে যার মধ্যে অর্ধেকের বেশি অবস্থান করছে ওকিনাওয়া দ্বীপে। এই নিয়ে ষষ্ঠবারের মতো সেখানে মোতায়েন মার্কিন সেনারা করোনাভাইরাসের ঢেউয়ের কবলে পড়ল। সর্বশেষ এই ঢেউয়ে এক হাজার মার্কিন সেনা করোনা আক্রান্ত হয়েছে।
সূত্র: পার্সটুডে
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।