Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বাংলাদেশ স্পিনারদের এগিয়ে রাখছেন মুশফিক

স্পিন শক্তি বাড়িয়ে নিতে একাদশে শুভাগতহোম # এক পেসার নিয়ে খেলবে বাংলাদেশ

প্রকাশের সময় : ২৮ অক্টোবর, ২০১৬, ১২:০০ এএম | আপডেট : ১১:৩৬ পিএম, ২৮ অক্টোবর, ২০১৬

শামীম চৌধুরী : ইংল্যান্ডের ২০ উইকেট নেয়ার মতো ক্ষমতা নেই বাংলাদেশ দলের! চট্টগ্রাম টেস্টের তিন দিন আগে এমন মন্তব্য করে প্রকারান্তরে বাংলাদেশ স্পিনারদের তাঁতিয়ে দিয়েছিলেন হেড কোচ হাতুরুসিংহে। কোচের অমন মন্তব্যের একদিন পর সাকিব আল হাসান দিয়েছিলেন পাল্টা জবাব, বাংলাদেশ বোলারদের ২০ উইকেট নেয়ার ক্ষমতা আছে, তার জন্য জন্য দাবি ছিল তার পছন্দমতো উইকেট। সাকিবের কথায় নড়ে-চড়ে বসেছে টীম ম্যানেজমেন্টÑ জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে প্রচলিত উইকেটের আইডিয়া থেকে বেরিয়ে এসে বাংলাদেশ স্পিনারদের আশ্বস্ত করার মতো উইকেট শেষ মুহুর্তে সাকিব, মিরাজ, তাইজুলদের উপহার দিয়েছেন কিউরেটর জাহিদ রেজা বাবু। পছন্দের উইকেট পেয়ে ইংল্যান্ডের ২০ উইকেট তুলে নিয়ে হাতুরুসিংহের ধারনা ভুল প্রমান করেছেন বাংলাদেশ বোলাররা। যে ২০ উইকেটের মধ্যে ১৮টিই পেয়েছে স্পিনাররা। অভিষেক ইনিংসে ৬ উইকেট পেয়েছেন অফ স্পিনার মেহেদী হাসান মিরাজ, চতুর্থ ইনিংসে ৫ উইকেট পেয়ে নিজেকে দারুণভাবে উপস্থাপন করেছেন বাংলাদেশ সেরা বাঁ হাতি স্পিনার সাকিব আল হাসান। স্পিন ফ্রেন্ডলি পীচে বাংলাদেশ স্পিনারদের এই সাফল্যের বিপরীতে ইংল্যান্ড স্পিনারদের সংগ্রহ ১২ উইকেট! সাকিব, তাইজুল, মিরাজদের সঙ্গে স্পিন যুদ্ধে আদিল রশিদ, গ্যারেথ বেটি, মঈন আলীরা উঠেনি পেরেÑচট্টগ্রাম টেস্টের চিত্রই বলছে তা।
ঢাকা টেস্টে ইংল্যান্ড স্পিনারদের চেয়ে এগিয়ে থাকবে বাংলাদেশ স্পিনাররা। তুলনামুলকভাবে বাংলাদেশ স্পিনাররা বেটার, সিরিজের শেষ টেস্টকে সামনে রেখে দু’দলের স্পিনারদের সেই ব্যবধানই ধরা পড়েছে বাংলাদেশ টেস্ট অধিনায়ক মুশফিকুরেরÑ ‘ওদের (ইংল্যান্ড) যে ধরণের পেস বোলিং আক্রমণ আছে, তাতে ওদের স্পিনারদের কিন্তু অ্যাটাক করতে হয় না। রক্ষণাত্মক ফিল্ডিং সাজিয়ে লম্বা সময় ধরে বোলিং করে গেলেই হয়। কিন্তু আমাদের স্পিনাররাই দলের মূল শক্তি। ওদেরকেই অ্যাটাক করতে হয়, উইকেট নেওয়ার চেষ্টা করতে হয়। সেদিক থেকে বলব যে আমাদের স্পিনারা তাদের স্পিনারদের চেয়ে এগিয়ে। আমাদের স্পিনাররা তিন কন্ডিশনে বল করতে পারে। পুরান বলে হোক কিংবা নতুন বলে বল করতে পারে। এটা আমাদের প্রকৃতিগত। ওয়ানডেতেও স্পিনাররা নতুন বলে বল করতে অভ্যস্ত। যা অন্য অনেক দেশ অভ্যস্ত নয়।’
মুশফিকুরের এই ধারনার সঙ্গে দ্বিমত পোষন করেননি ইংল্যান্ড অধিনায়ক অ্যালিস্টার কুকÑ‘আমাদের চেয়ে তাদের স্পিনাররা বেশি অভিজ্ঞ। এই কন্ডিশনে স্বাচ্ছন্দ্যে বোলিং করার জন্য যেমন দল দরকার, তা এখন বাংলাদেশে এসে দেখতে পাচ্ছি। ইংল্যান্ডে বল সুইং হয়, গতি ওঠে এবং আমাদের সিমাররা খুব ভাল করে সেখানে। বোলিং নির্ভর করে পরিবেশের ওপর। বাংলাদেশ দলের স্পিনাররা শুধু ভাল বলই করে না, বাংলাদেশ ব্যাটসম্যানরাও স্পিন বলের বিরুদ্ধে বেশ সাবলীল, এই প্রক্রিয়ার মধ্যেই তারা বেড়ে উঠেছে। চট্টগ্রাম টেস্টে আমাদের স্পিনাররা তাদের লেন্থে আরও উন্নতি করতে পারতো। কিন্তু আমরা রিভার্স সুইং পাওয়াতেই বেশি সন্তুষ্ট হয়েছিলাম। বাংলাদেশ স্পিনারদের বল স্কিড করে স্পিন নিয়ে বেরিয়ে যাচ্ছিল বলে আমাদের ব্যাটসম্যানদের কাছে তা সামাল দেয়া কঠিন মনে হয়েছে। ’
স্পিন ভরসা দিচ্ছে বলে ঢাকা টেস্টে বাংলাদেশ দল স্পিন শক্তি নিচ্ছে বাড়িয়ে। যে মিরপুরে ওয়ানডেতে ৪ পেসারকে নিয়ে খেলেছে বাংলাদেশ, সেই মিরপুর টেস্টে এক পেসারে ফিরছে বাংলাদেশ দল! চট্টগ্রাম টেস্টের পেস বোলার শফিউল ঢাকা টেস্টের স্কোয়াডে জায়গা না পাওয়ায় অফ স্পিনার শুভাগতহোম ফিরছেন টেস্টে। ইংল্যান্ডকে চ্যালেঞ্জ ছুঁড়তে স্পিন শক্তি বাড়িয়ে, ব্যাটিং গভীরতাও বাড়িয়ে নিতে টীম ম্যানেজমেন্ট-নির্বাচকমন্ডী যৌথভাবে নিয়েছেন নাকি এমন সিদ্ধান্ত। ১৬টি প্রথম শ্রেনীর ম্যাচে ৭টি সেঞ্চুরি, যার মধ্যে তিনটিই ডাবলÑতারপরও মোসাদ্দেক সৈকতের টেস্ট অভিষেকের প্রতীক্ষা বাড়ছে। দীর্ঘ পরিসরের ম্যাচে স্পিন পরীক্ষা যে এখনো সে অর্থে দিতে পারেননি মোসাদ্দেক। ১৬টি প্রথম শ্রেনীর ম্যাচে এই অফ স্পিনারের শিকার সংখ্যা যেখানে ১৬টি, সেখানে অফ স্পিনার শুভাগতহোমের শিকার সমস্টি ৬০টি প্রথম শ্রেনীর ম্যাচে ১০৯ উইকেট। পাশে ৭ টেস্টে ৮ উইকেটের অতীত তো আছেই। একাদশ নির্বাচনে দু’জনের এই অভিজ্ঞতার ব্যবধানই বিবেচ্য হয়েছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নুÑ‘সাব্বিরের গ্যাস্ট্রিকের ব্যাথার খবর পেয়েই মোসাদ্দেককে দলে নেয়া হয়েছে। এখন সাব্বির সুস্থ,খেলার মতো অবস্থায় আছে সে। তাই ওর জায়গায় বিকল্প কারো এই মুহুর্তে দরকার পড়ছে না। তাছাড়া শুভাগতহোমকে পেলে ওর বোলিং সার্ভিসটা আমরা ভাল পাব। যেখানে অভিজ্ঞতার বিচারে মোসাদ্দেকের চেয়ে এগিয়ে সে।’
এক পেস বোলার নিয়ে খেলবে বাংলাদেশ দল মিরপুর টেস্টে,তার কারনটাও জানিয়েছেন নান্নুÑ ‘স্পিন শক্তি এবং ব্যাটিং গভীরতা বাড়িয়ে নিতে এই টেস্টে দ্বিতীয় পেস বোলারের দরকার পড়ছে না।’ ঢাকা টেস্টে তাই অভিষেকের সম্ভাবনা ক্ষীণ পেস বোলার শুভাশিষেরও। চট্টগ্রাম টেস্টের একাদশ থেকে শুধুই একটি পরিবর্তনÑশফিউলের পরিবর্তে শুভাগতহোম।
এদিকে ঢাকা টেস্টে বাংলাদেশের স্পিন শক্তির জবাব দিতে নিজেদের স্পিন শক্তি বাড়িয়ে নিচ্ছে ইংল্যান্ডও। স্পিন আক্রমণে বৈচিত্র আনতে অফ স্পিনার গ্যারেথ বেটির জায়গায় ২৪ বছর বয়সী বাঁ হাতি স্পিনার জাফর আনসারীর অভিষেক হচ্ছে। ৬৬টি প্রথম শ্রেনীর ম্যাচে ৩ সেঞ্চুরি ১৫টি ফিফটির পাশে ১২২টি উইকেট, চট্টগ্রামে ২দিনের ম্যাচে ৪ উইকেটের ইনিংসে আশ্বস্ত করতে পেরেছেন এই বাঁ হাতি অল রাউন্ডার। অ্যালিস্টার কুক সে কথাই বলেছেনÑ ‘ডানহাতিদের বিরুদ্ধে বল ঘুরানোর সামর্থ আছে তার। নেটে দেখেছি সে ভাল নিয়ন্ত্রণ ধরে রেখে দারুণ গতিতে বল ফেলতে পারে। এছাড়া সে ভাল ব্যাটও করতে পারে যা আমাদের জন্য বেশ উপকারে আসবে।’ ইংল্যান্ড দলে পরিবর্তন আসছে আর একটি। চট্টগ্রাম টেস্টে হতাশ বোলিংয়ে স্টুয়ার্ট ব্রডের পরিবর্তে বিশ্বের অন্যতম দীর্ঘদেহী পেস বোলার (৬ ফুট ৭ ইঞ্চি উচ্চতা) স্টিফেন ফিন খেলবেন ঢাকা টেস্টে। ২০১০ সালে চট্টগ্রামে টেস্ট অভিষেক হওয়া এই দীর্ঘদেহী বাংলাদেশের বিপক্ষে ২ বার ইনিংসে শিকার করেছেন ৫টি করে উইকেট, সেই অতীতটাও ঢাকা টেস্টের একাদশ নির্বাচনে ফিনের পক্ষ নিয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বাংলাদেশ স্পিনারদের এগিয়ে রাখছেন মুশফিক
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ