পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক ও তার দুই ছেলে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। গতকাল মঙ্গলবার (৪ জানুয়ারি) রাত ১১টার ৪০ মিনিটে নিজের ফেরিফাইড ফেসবুকে স্ট্যাটাসে এ তথ্য জানিয়েছেন।
ওই স্ট্যাটাসে তিনি দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন। এছাড়া সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার অনুরোধ জানিয়েছেন।
ফেসবুক স্ট্যাটাসে জুনাইদ আহমেদ পলক লিখেছেন, ‘কিছুক্ষণ আগে কোভিড টেস্ট রিপোর্ট পেয়েছি। রিপোর্টে আমার, আমার বড় ছেলে অপূর্ব এবং মেজো ছেলে অর্জনের কোভিড পজেটিভ এসেছে।’ এ ছাড়া তিনি তার পরিবারের জন্য দোয়া কামনা করেছেন। ফেসবুক স্ট্যাটাসে তিনি সকলকে স্বাস্থ্যবিধি মেনে চলতে বলেন এবং টিকা গ্রহণের অনুরোধ জানান।
উল্লেখ্য, আইসিটি প্রতিমন্ত্রী যুক্তরাষ্ট্র সফর শেষে গত সপ্তাহে ঢাকায় ফিরেছেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।