Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ফাইনালে এলিনা-শাপলা

প্রকাশের সময় : ২৮ অক্টোবর, ২০১৬, ১২:০০ এএম

স্পোর্টস রিপোর্টার ; রকল্যান্ড সামার ওপেন (র‌্যাংকিং) ব্যাডমিন্টন টুর্নামেন্টের মহিলা এককের ফাইনালে উঠেছেন এলিনা এনায়েত ও শাপলা। গতকাল বিকালে পল্টন ময়দান সংলগ্ন শাহীদ তাজউদ্দিন আহমেদ ইনডোর স্টেডিয়ামে এই বিভাগের প্রথম সেমিফাইনালে কাওয়াসাকি ক্লাবের শাপলা ২১-৫ ও ২১-৯ পয়েন্টে সেনাবাহিনীর ইরিনাকে হারিয়ে ফাইনালে জায়গা করে নেন। একই ভেন্যুতে দ্বিতীয় সেমিতে সেনাবাহিনীর এলিনা ২১-৯ ও ২১-১২ পয়েন্টে একই দলের বৃষ্টি হারিয়ে ফাইনালে শাপলার সঙ্গি হন। এর আগে কাল দুপুরে মহিলা দ্বৈতের প্রথম সেমিফাইনালে এলিনা-নাবিলা জুটি ২১-১১ ও ২১-৯ পয়েন্টে সেনাবাহিনীর ইরিনা-লাকি জুটিকে হারিয়ে ফাইনাল নিশ্চিত করে। দ্বিতীয় সেমিতে কাওয়াসাকি ক্লাবের শাপলা-দুলালী জুটি ২১-১১ ও ২১-১২ পয়েন্টে সেনাবাহিনীর বৃষ্টি-রেহানা জুটিকে হারিয়ে ফাইনালের টিকিট কাটেন। দিনের অন্য খেলায় পুরুষ এককে পরশ, মোরসালিন, রওনক, সালমান, অনিক, রাজিব, এনায়েত ও সোহেল জিতেছেন। পুরুষ দ্বৈতে লালচাঁন ও সোহেল, মাশরাফি ও পেস্তা, পরশ ও অহিদুল, রাকিবল ও সারওয়ার, হানিফ ও নাইম, সুজন ও তানভির, মিনহাজ ও রাজিব এবং টগর ও কাউসার জুটি জিতেছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ফাইনালে এলিনা-শাপলা

২৮ অক্টোবর, ২০১৬
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ