নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
স্পোর্টস ডেস্ক : সাবেক অস্ট্রেলিয়া অধিনায়ক মাইকেল ক্লার্কের বিরুদ্ধে গুরুতর অভিযোগ আনলেন তারই সাবেক সতীর্থ মিচেল জনসন। ক্লার্কের অধীনে দলের মধ্যে নাকি বিষাক্ত আবহাওয়া বিরাজ করত। দলের অনেক সদস্যই নাকি সেসময়ে অস্ট্রেলিয়ার হয়ে ক্লার্কের অধীনে খেলতে চাইতেন না। ফক্স স্পোর্টসকে দেওয়া এক সাক্ষাতকারে এমনটাই জানিয়েছেন সাবেক সাবেক এই ফাস্ট বোলার। ক্লার্কের অধীনে ২০১৩ সালের ভারত সফরে ঠিকমত ‘হোমওয়ার্ক’ না করার অভিযোগে জনসন সহ চারজনকে বহিষ্কার করা হয়। ২০১১ সালে রিকি পন্টিংয়ের কাছ থেকে দায়ীত্ব নেয়া ক্লার্কের পরামর্শেই এই শাস্তি পেয়েছিলেন চার খেলোয়াড়। অস্ট্রেলিয়ার হয়ে ৭৩টি টেস্ট খেলা জনসন বলেন, ‘দলের গতিবিদ্যা তখন পুরোটাই পাল্টে গিয়েছিল। এটা কোন দল ছিল না। সব সময় কোন না কোন ছোটখাট বিষয় নিয়ে দলের মধ্যে বিষক্রিয়া চলতেই থাকত। এটা প্রবাহীত হয়েছিল খুব ধীরে, সকলেই তা দেখত, বুঝত কিন্তু কিছুই করার ছিল না। এটা মোটেও উপভোগের ছিল না। এটা ছিল খুবই খারাপ সময়ে খারাপ এক অভিজ্ঞতা। আমাদের অনেকেই সেসময় খেলতে চাইছিল না। এনকি দলের নতুনেরা দুর থেকে এসব বিষয় দেখত এবং এটা তারাও পছন্দ করত না।’ ক্লার্কের সদ্য সাবেক সতীর্থদের মধ্যে জনসন একজন। গেল অ্যাসেজের পরেই অবসর নেন অস্ট্রেলিয়ার হয়ে ৩১৩ উইকেট নেয়া এই বোলার।’
মাসখানেক আগে ক্লার্ক তার জীবনীগ্রন্থ প্রকাশের সময় টিভি সাক্ষাতকারে অভিযোগ করেছিলেন, ২০১৩ সালের ভারত সফরের সময় কিছু খেলোয়াড়দের আচরন ছিল ‘বিষফোড়ার’ মত। নিজের বইতে দলের ‘ক্যান্সার’ হিসেবে আখ্যা দেন তারই সহ অধিনায়ক শেন ওয়াটসনকে। এর প্রতিক্রিয়ার সপ্তা খানেক আগে ওয়াটসন বলেন, ‘আমাকে যা বলেছে সে (ক্লার্ক) নিজে ছিল তার চেয়েও বেশি খারাপ।’
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।