Inqilab Logo

রোববার ২৪ নভেম্বর ২০২৪, ০৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সাবেকদের দাবি বাফুফে কর্তাদের পদত্যাগ

প্রকাশের সময় : ২৮ অক্টোবর, ২০১৬, ১২:০০ এএম

স্পোর্টস রিপোর্টার : ভুটান হারের লজ্জা কুঁড়ে কুঁড়ে খাচ্ছে দেশের ফুটবলপ্রেমীদের। গত ১০ অক্টোবর থিম্পুতে এশিয়ান কাপ বাছাইয়ের প্লে-অফে ভুটানের কাছে ৩-১ গোলে হারে বাংলাদেশ। এ হারের পর থেকেই প্রতিবাদের ঝড় ওঠে দেশব্যাপী। জাতীয় দলের এমন ব্যর্থতায় অনেকেই বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) বর্তমান কমিটির কর্মকর্তাদের পদত্যাগ দাবি করেন। এবার এ তালিকায় যোগ হলেন জাতীয় দলের সাবেক তারকা ফুটবলাররাও। ভুটান হারের প্রতিবাদে বাফুফে কর্তাদের পদত্যাগ দাবি করলেন তারা।
গতকাল ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ দাবি করেন সাবেকরা। সম্মেলনে উপস্থিত ছিলেন কোচ গোলাম সারোয়ার টিপু, সাবেক তারকা ফুটবলার শামসুল আলম মঞ্জু, হাসানুজ্জামান খান বাবলু, সাবেক ফুটবলার ও বাফুফের সাবেক সাধারণ সম্পাদক মনজুর হোসেন মালু, সাবেক তারকা ফুটবলার কায়সার হামিদ, আমিনুল হক ও হাসান আল মামুন।
সংবাদ সম্মেলনের শুরুতেই লিখিত বক্তব্য পাঠ করেন জাতীয় দলের সাবেক অধিনায়ক ও গোলরক্ষক আমিনুল হক।
পরে নিজ বক্তব্যে সাবেক তারকা ফুটবলার হাসানুজ্জামান খান বাবলু বলেন, ‘আমরা ফুটবল খেলেই তারকা হয়েছি। আমাদের সেই জায়গা কেউ নিতে পারবে না। তবে ফুটবলের অধ্বপত আজ নয়, অনেক আগে থেকেই শুরু হয়েছে।’ ভুটানের কাছে হারার বিষয়ে তিনি বলেন, ‘১৫ বছর আগেও ভুটান আমাদের সঙ্গে খেলতেই সাহস করতো না। বরং দল পাঠিয়ে এদেশে অনুশীলন করতে আসতো। আর এই দেড়যুগ পড় এসে তাদের কাছে আমরা হারি। এই দায় বিগত ও বর্তমান কমিটির। তাই দায় স্বীকার করে এই কমিটিকে চেয়ার ছেড়ে দিতে হবে। নতুনদের দায়িত্ব নিতে হবে। তাহলে যদি দেশের ফুটবল গতি ফিরে পায়।’ সাবেক এই তারকা ফুটবলার বলেন, ‘স্বাধীনতা উত্তর সর্বকালের সেরা ক্রীড়াপ্রেমী প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পেয়েছি আমরা। অথচ উনার নাম ভাঙ্গিয়ে চলছেন বাফুফের সভাপতি। তিনি কথায় কথায় বলেন, প্রাইম মিনিস্টার বিহাইন্ড মি। তারপরও এই ব্যর্থতার জন্য তাকে জবাবদিহীতা করতে হবে।’
আরেক সাবেক তারকা ফুটবলার ও কোচ গোলাম সারোয়ার টিপু বলেন, ‘বিদেশী কোচদের কোন প্রকার সময় দিচ্ছেন না বাফুফের সভাপতি। দেখুন এমিলি অসুস্থ থাকার পরও দলে নেয়া হয়েছিল। অবসর দেয়ার পরও মামুনুলকে নিতে বাধ্য হয়েছেন কোচ। মূলত ফুটবলার তৈরী না করাতেই আজ এই দুরবস্থার সৃষ্টি হয়েছে।’ সাবেক তারকা ফুটবলার শামসুল আলম মঞ্জু বলেন, ‘ফুটবলকে এই দৈন্যদশা থেকে মুক্ত করতে সবাইকে এগিয়ে আসতে হবে। আমরাও প্রস্তুত ফুটবল উন্নয়নে কাজ করতে।’ সাবেক তারকা ফুটবলার কায়সার হামিদের কথা, ‘আমরা চাই সুদিনে ফিরে আসুক আমাদের প্রাণপ্রিয় খেলা ফুটবল। সে জন্য লক্ষ্য ঠিক করা প্রয়োজন।’ জাতীয় দলের সাবেক অধিনায়ক ও গোলরক্ষক আমিনুল হক বলেন, ‘১৯৯৬ সালে যখন আমি ফুটবল খেলা শুরু করি, তখন ফিফা র‌্যাংকিংয়ে আমাদের অবস্থান ছিল ১১৭/১১৮ নম্বরে। এখন ১৮৮ তে। অনুমান করা যায় আমাদের ফুটবল কোথায় রয়েছে। দেশের ফুটবলের উন্নয়ন চাইলে নতুন কাউকে দায়িত্ব দিয়ে সরে যাওয়া উচিত বাফুফের বর্তমান কমিটির কর্তাদের। তারা পদত্যাগ করে যোগ্যদের ফুটবল উন্নয়নে কাজ করার সুযোগ দিলে এমন লজ্জা হয়তো পেতে হবে না।’ জাতীয় দলের সাবেক অধিনায়ক হাসান আল মামুনের কথা, ‘প্রায় সত্তুর দশক ধরে আমরা ফুটবল খেলছি। অথচ ফুটবলকে প্রাতিষ্ঠানিক প্লাটফর্মে তুলে আনতে কোন পরিকল্পনা ছিল না। বর্তমানে বাফুফের কমিটির পরিকল্পনা থাকলেও তা দুর্বল এবং বাস্তবায়নহীন। আমরা এর পরিত্রাণ চাই। এ ব্যাপারে সরকারের দৃষ্টি আকর্ষণ করছি।’



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সাবেকদের দাবি বাফুফে কর্তাদের পদত্যাগ
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ