Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আজ অভিনেতা শহীদুজ্জামান সেলিমের জন্মদিন

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ৫ জানুয়ারি, ২০২২, ১২:০৪ এএম

আজ অভিনেতা শহীদুজ্জামানের জন্মদিন। ১৯৬১ সালের ৫ জানুয়ারি তিনি জন্মগ্রহণ করেন। জন্মদিনটি তিনি সাধারণভাবেই পালন করবেন। তিনি বলেন, দিনটি এলে স্বাভাবিকভাবেই বাবা-মায়ের কথা খুব মনে পড়ে। তাদের স্মরণ করি। সবার কাছে দোয়া চাই, পরিবারের সবাইকে নিয়ে যেন ভালো থাকি, সুস্থ থাকি। শহীদুজ্জামান সেলিম নাট্যদল ঢাকা থিয়েটারের সাথে যুক্ত। মঞ্চ ও টেলিভিশনের অসংখ্য নাটকে তিনি অভিনয় করেছেন। চলচ্চিত্রেও নিয়মিত অভিনয় করছেন। পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার। অভিনয়ের পাশাপাশি মাঝে মাঝে পরিচালনাও করে থাকেন। সম্প্রতি তিনি ‘পরবাসী মেঘ’ নামের একটি নাটক পরিচালনা করেছেন। ‘ঢাকা থিয়েটার’র নতুন নাটক ‘একটি লৌকিক অথবা অলৌকিক স্টিমার’ নির্দেশনা দিচ্ছেন। তার অভিনীত সিনেমার মধ্যে মুক্তির অপেক্ষায় রয়েছে জাহিদ হোসেন পরিচালতি ‘সোনার চর’, অপূর্ব রানা’র ‘জল রং’, অনন্য মামুনের ‘সাইকো’, মৌসুমী তানির ‘রূপকথা নয়’, রায়হান রাফির ‘পরাণ’সহ আরো বেশ কয়েকটি সিনেমা। এদিকে তিনি মুহাম্মদ মোস্তফা কামাল রাজের পরিচালনায় ‘ফ্যামিলি ক্রাইসিস রিলোডেড’ ধারাবাহিক নাটকের কাজ শুরু করেছেন। ‘অভিনয় শিল্পী সংঘ’র সভাপতি হিসেবে তিনি দুই বছর দায়িত্ব পালন করেছেন।

 



 

Show all comments
  • Hafiz Uddin ৫ জানুয়ারি, ২০২২, ৭:৪৪ এএম says : 0
    Happy birthday
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: জন্মদিন

১৪ সেপ্টেম্বর, ২০২২

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ