মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
আয়োজক দেশ হিসেবে সার্কের শীর্ষ সম্মেলনে যোগ দেওয়ার জন্য এবার ভারতকে আমন্ত্রণ জানাল পাকিস্তান। ভারত-পাক বর্তমান সম্পর্কের পরিপ্রেক্ষিতে এই আমন্ত্রণ অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে আন্তর্জাতিক মহলের একাংশ। কোভিড আবহে সশরীরে হাজিরা না দিলেও নিদেনপক্ষে ভারতীয় প্রতিনিধিদের ভার্চুয়ালি উপস্থিতি চাইছে ইসলামাবাদ।
সার্ক-এর এই সম্মেলন প্রসঙ্গে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মহমুদ কুরেশি বলেন, ‘সমস্ত সদস্য দেশগুলিকে আমরা আমন্ত্রণ জানাচ্ছি। তার মধ্যে রয়েছে আফগানিস্তান, বাংলাদেশ, ভুটান, ভারত, মালদ্বীপ, নেপাল এবং শ্রীলঙ্কা।’ ২০১৬ সালের ১৫ ও ১৬ নভেম্বর পাকিস্তানের ইসলামাবাদে ১৯তম সার্ক সামিট অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু, সেই সময় জম্মু-কাশ্মীরের উরিতে সন্ত্রাসবাদী হামলার ঘটনা এই সম্মেলন ভেস্তে দেয়। ভারত এই বৈঠকে অংশ না নেওয়ার কথা ঘোষণার পর একে একে বাংলাদেশ, ভুটান এবং আফগানিস্তানও বৈঠক থেকে পিছিয়ে যায়।
এ প্রসঙ্গে পাকিস্তানের রাজনীতিবিদ রানা ইশান আফজল খান বলেন, ‘এটি একটি কূটনৈতিক চাল। পাকিস্তান যদি আয়োজক দেশ হয় তবে ভারতকে তো আমন্ত্রণ জানাতেই হবে। আমি আশাবাদী বরফ গলবে এবং ভারত এই বৈঠকে যোগ দেবে।’
ইসলামাবাদে সার্ক সামিটে ভারতকে আমন্ত্রণ জানানোর পরও দিল্লির কোর্টেই বল ঠেলল ইসলামাবাদ। পররাষ্ট্রমন্ত্রীর বক্তব্যেই কার্যত স্পষ্ট হয় বিষয়টি। শাহ মহমুদ কুরেশি বলেন, ‘১৯তম সার্ক সম্মেলন বয়কট করেছিল দিল্লি। উরিতে সন্ত্রাসবাদী হামলার জন্য তারা পাকিস্তানের দিকে আঙুল তুলেছিল। এবার ভারত সিদ্ধান্ত নিক দুই দেশের সম্পর্কের খাতিরে তারা বৈঠকে যোগ দেবে কিনা।’
অন্যদিকে, আফগানিস্তানের বর্তমান পরিস্থিতিতে সে দেশের অংশগ্রহণ নিয়েও সন্দিহান আয়োজক দেশ। কুরেশি আরও বলেন, ‘সার্ক একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম। দুর্ভাগ্যজনকভাবে ভারত এই প্ল্যাটফর্মটিকে অকেজো করে রেখেছে দীর্ঘদিন ধরে। জেদের বশে ভারত ইসলামাবাদে আসতে চাইছে না।’ সূত্র: টিওআই।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।