নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
বিশেষ সংবাদদাতা : বড়দের লড়াইয়ে জিম্বাবুয়েকে ছিন্ন ভিন্ন করে ছেড়েছে আফগানিস্তান। ওয়ানডে এবং টি-২০ র্যাংকিংয়ে জিম্বাবুয়েকে ছাড়িয়ে গেছে আইসিসি’র সহযোগী সদস্য দেশটি। বড়দের এই পারফরমেন্সই উদ্বুদ্ধ করেছে আফগানিস্তান যুবাদের। অনূর্ধ্ব-১৯ ক্রিকেটে এই প্রথম জিম্বাবুয়ের মুখোমুখি হয়ে তারই প্রতিফলন দিয়েছে আফগান যুবারা। গতকাল কক্সবাজারের শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ১৯ বল হাতে রেখে জিম্বাবুয়েকে ৫ উইকেটে হারিয়ে দিয়ে প্লেটের ট্রফি জিতেছে আফগানিস্তান অনূর্ধ্ব-১৯ দল।
দিনের শুরুতেই আফগান বোলিং বিষে নীল হয়েছে জিম্বাবুয়ে। বাঁ হাতি স্পিনার জিয়াউরের প্রথম ২ ওভারে ২ ওপেনারকে মাত্র ১ রানের মধ্যে হারানোর পর মারে (৫৩) এবং মাসিঙ্গে (৬৬) ছাড়া জিম্বাবুয়ে অনূর্ধ্ব-১৯ দলের কেউ দলকে নির্ভরতা দিতে পারেনি। শুরুটা করেছে আফগান বাঁ হাতি স্পিনার জিয়াউর, শেষটা করেছে পেস বোলার মুসলিম মুসা (৩/৩৮)। তাতেই ২১৬/৯ এ আটকে গেছে জিম্বাবুয়ে।
জবাব দিতে এসে ২ ওপেনার করিম এবং ইহসানুল্লাহকে দ্রæত হারিয়েও ম্যাচে ফিরেছে আফগানিস্তান। এক এন্ড আগলে রেখে টপ অর্ডার তারিক একাই জয়ের বন্দরে দলকে দিয়েছেন পৌঁছে। ১৪২ বলে ১০ চার ২ ছক্কায় ১০৬ রানের অবিচ্ছিন্ন ইনিংসে দলের জয় নিয়েই ফিরেছে তারিক ড্রেসিং রুমে। ইভসকে লং অনের উপর দিয়ে তার বিশাল ছক্কার সাথে সাথে ল্যাপ অব অনার এবং সেলফি উৎসবে মেতে ওঠে আফগান যুবারা। পাকিস্তানের বিপক্ষে ৫৩,কানাডার বিপক্ষে ৫৬, নিউজিল্যান্ডের বিপক্ষে প্লেট সেমিফাইনালে হার না মানা ৫০ রানের ইনিংসের পর প্লেট ফাইনালে অনবদ্য সেঞ্চুরিতে আফগান যুবাদের প্লেট শিরোপা জয়ের নায়ক এই তারিক।
কোয়ার্টার ফাইনালে বিজিত পাকিস্তান, ইংল্যান্ড মধ্যে অনুষ্ঠিত ৫ম স্থান নির্ধারণী ম্যাচকে একপেশে ম্যাচে পরিণত করেছে পাকিস্তান অনূর্ধ্ব-১৯ দল। গতকাল ফতুল্লায় ইংল্যান্ড অনূর্ধ্ব-১৯ দলকে ৭ উইকেটে হারিয়ে আসরে হয়েছে পাকিস্তান যুবারা। গতকাল প্রথমে ব্যাট করে ওপেনার মুরস এবং মিডল অর্ডার কুরানের ৮৩ রানে ভর করে পাকিস্তানকে ভালই চ্যালেঞ্জ (২৬৫/৩) দিয়েছিল ইংল্যান্ড যুবারা। তবে পাকিস্তান অনূর্ধ্ব-১৯ দলের ওপেনার জিসানের ৯৩ এবং সাইফ বাবরের হার না মানা ৭৫ রানে ৪১ বল হাতে রেখে চ্যালেঞ্জে ৭ উইকেটে জিতেছে পাকিস্তান যুবারা। তৃতীয় উইকেট জুটির ১১৫ এবং চতুর্থ জুটির অবিচ্ছিন্ন ৬৭ রানে সম্ভব হয়েছে তা।
আফগানিস্তান-জিম্বাবুয়ে
জিম্বাবুয়ে অনূর্ধ্ব-১৯ : ২১৬/৯ (৫০.০ ওভারে), মারে ৫৩, মাসিঙ্গে ৬৬, কিফি ৩৮, জিয়াউর ৩/৩৩, মুসলিম ৩/৩৮।
আফগানিস্তান অনূর্ধ্ব-১৯ : ২১৮/৫ (৪৬.৫ ওভারে), তারিক ১০৬ (অপ.), রশিদ খান ৫৫ (অপ.), ইভস ২/৩৬।
ফল : আফগানিস্তান ৫ উইকেটে জয়ী।
ম্যান অব দ্য ম্যাচ : তারিক (আফগানিস্তান অনূর্ধ্ব-১৯)।
পাকিস্তান-ইংল্যান্ড
ইংল্যান্ড অনূর্ধ্ব-১৯ : ২৬৪/৭ (৫০.০ ওভারে), মুরস ৪৭, সি টেলর ৩৩, কুরান ৮৩, বি টেলর ৩৭, সামিন ২/৪২, সাইফ ২/৩৭।
পাকিস্তান অনূর্ধ্ব-১৯ : ২৬৫/৩ (৪৩.১ ওভারে), জিসান মালিক ৯৩, সাইফ বদর ৭৫ (অপ.), হাসান মহসিন ৩৯ (অপ.), কুরান ১/৩৭, গার্টন ১/৩৬, ক্রানে ১/৫০।
ফল : পাকিস্তান ৭ উইকেটে জয়ী।
ম্যান অব দ্য ম্যাচ : জিসান মালিক (পাকিস্তান অনূর্ধ্ব-১৯)।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।