Inqilab Logo

সোমবার ১৮ নভেম্বর ২০২৪, ০৩ অগ্রহায়ণ ১৪৩১, ১৫ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

না.গঞ্জে ২৪ ঘন্টায় করোনায় আক্রান্ত ৩ জন

নারায়ণগঞ্জ থেকে স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৪ জানুয়ারি, ২০২২, ১১:২৩ এএম

সারা দেশের ন্যায় নারায়ণগঞ্জেও করোনা ভাইরাসের সংক্রামন কমলেও এই ভাইরাসের নতুন ধরনের (ওমিক্রন) কারনে শঙ্কিত স্বাস্থ্য কর্মকর্তারা। নতুন করে কঠোর বিধি নিষেধ আসতে পারে বলেও জানাচ্ছে স্বাস্থ্য অধিদপ্তর। তবে এখনো লকডাউনের কোন চিন্তা ভাবনা নেই বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তর।
তবে এরই মাঝে নারায়ণগঞ্জে বাড়তে শুরু করেছে করোনা ভাইরাসের আক্রান্তের সংখ্যা। গত ২৪ ঘন্টায় (৩-৪ জানুয়ারি) নারায়ণগঞ্জে মোট করোনার নমুনা সংগ্রহ করা হয় ৩৩৪ জনের, যার মধ্যে করোনা শনাক্ত হয় ৩ জনের।মঙ্গলবার (৪ জানুয়ারি) সকালে নারায়ণগঞ্জ সিভিল সার্জন কার্যালয় সুত্রে এ তথ্য পাওয়া গেছে।
জানা গেছে, এ পর্যন্ত জেলায় মোট ২৬ হাজার ৬শ’ ২৭ জন আক্রান্ত হয়েছে। এছাড়া জেলার স্বাস্থ্য বিভাগের তথ্য মতে নতুন করে কোন মৃত্যুর খবর পাওয়া যায়নি। নারায়ণগঞ্জে এ যাবৎ ৩শ’২৭ জনের মৃত্যু হয়েছে, তবে এই সংখ্যা বাংলাদেশ সরকারের স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী আরও বেশী।
(৩-৪ জানুয়ারি) সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় নারায়ণগঞ্জে নতুন করে আড়াইহাজারে ০ জন, বন্দরে ১ জন, এনসিসি এলাকায় ২ জন, রূপগঞ্জে ০ জন, সদর উপজেলায় ৩ জন ও সোনারগাঁ এলাকায় ০ জন আক্রান্ত হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনাভাইরাস

৪ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ