গুলিস্তানের বিস্ফোরণে নিহত ১৬ জনের নাম-পরিচয় পাওয়া গেছে
রাজধানীর গুলিস্তানের সিদ্দিক বাজার এলাকায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় এখন পর্যন্ত ১৬ জন নিহত হয়েছেন। এ
স্টাফ রিপোর্টার : বেতন-ভাতা বাড়ানোর দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করেছে ঢাকা কমিউনিটি মেডিকেল কলেজ এন্ড হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকরা।
গতকাল রাজধানীর ঢাকা কমিউনিটি মেডিকেল কলেজ এন্ড হাসপাতালে বেতন-ভাতা বাড়ানোর দাবিতে মানববন্ধন করে তারা। বারবার বেতন বাড়ানোর দাবি জানালেও হাসপাতাল কর্তৃপক্ষ কোন পদক্ষেপ না নেয়ায় শান্তিপূর্ণভাবে এ কর্মসূচি দেয়া হয়েছে বলে জানান তারা।
তাদের দাবি, সরকারি নিয়ম অনুযায়ী অন্যান্য বেসরকারি মেডিকেল কলেজগুলোতে ইন্টার্ন চিকিৎসকদের বেতন বাড়ানো হলেও হাসপাতাল কর্তৃপক্ষ তা মানছে না। দাবি মানা না হলে আন্দোলন চালিয়ে যাওয়া হবে বলে জানিয়েছে আন্দোলনরত ইন্টার্ন চিকিৎসকরা।
তবে ইন্টার্ন চিকিৎসকদের দাবি অযৌক্তিক উল্লেখ করে নিয়ম অনুযায়ী বেতন-ভাতা দেয়া হচ্ছে বলে জানিয়েছে ঢাকা কমিউনিটি মেডিকেল কলেজ এন্ড হাসপাতালের প্রফেসর এএসএম মনিরুল আলম।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।