Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

হামলাকারীকেই বিয়ে করলেন অ্যাসিডদগ্ধ তরুণী

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৪ জানুয়ারি, ২০২২, ১২:০৬ এএম

 অ্যাসিড ছুড়ে এক তরুণীর মুখ ঝলছে দিয়েছিলেন এক তরুণ। ওই হামলার কারণে চোখেও দৃষ্টিশক্তিও কমে গিয়েছিল তার। তবে হামলার দুই বছর পর হামলাকারী তরুণকেই বিয়ে করেছেন অ্যাসিডদগ্ধ তরুণী। ব্রিটিশ গণমাধ্যম ডেইলি মেইল এক প্রতিবেদনে জানিয়েছে, তুরস্কে এই ঘটনা ঘটেছে। খবরে বলা হয়, বারফিন ওজেক (২০) গত মাসে কাসিম ওজান সেলটিক (২৩) নামে হামলাকারী যুবককে বিয়ে করেন। খবর থেকে জানা যায়, বারফিনের সাথে প্রেমের সম্পর্ক ছিল কাসিমের। কিন্তু ২০১৯ সালে বারফিন-কাসিমের সম্পর্ক ভেঙে যায়। এ নিয়ে দুজনের মধ্যে বাকবিত-া হয়। একপর্যায়ে কাসিম বারফিনের মুখে অ্যাসিড ছুড়ে বলেন, তোমাকে আমি না পেলে আর কেউ পাবে না। ওই ঘটনায় আংশিক দৃষ্টিশক্তি হারিয়ে বারফিন পুলিশে অভিযোগ করেন। পুলিশ অভিযোগ পেয়ে কাসিমকে গ্রেফতার করে। তবে গ্রেফতার পর কাসিম এই ঘটনার জন্য বারফিনের ফোনে একের পর এক বার্তা পাঠিয়ে ক্ষমা প্রার্থনা করেন। এই ঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোড়ন তোলে। এক সময় বারফিন তার অভিযোগ তুলে নেয়। ১৩ বছর ছয়মাস কারাভোগের কথা থাকলেও দুই বছর পরই কাসিম মুক্তি পান। এরপরই বিয়ের আসরে বসেন তারা। ডেইল মেইল।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: অ্যাসিডদগ্ধ তরুণী
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ