Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পাকিস্তানে দুনিয়ার জয়

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৩ জানুয়ারি, ২০২২, ৬:২১ পিএম

যেখানে পুরুষ সঙ্গে না নিয়ে কোনো নারীর ঘরের বাইরে যাওয়াও ‘নিষেধ’, সেই অঞ্চলে দুনিয়া বিবি এখন জনপ্রতিনিধি৷ তিনি মনে করেন, লেখাপড়ার সুযোগ পেলে পাকিস্তানের অনেক নারীই সাফল্যের চূড়ায় উঠতে পারবেন৷

পাকিস্তানের মোহমান্দ জেলার তেহসিল ইয়াকাওয়ান্দের স্থানীয় পরিষদ নির্বাচনে জিতে তাক লাগিয়েছেন দুনিয়া বিবি৷ ৫৮ বছর বয়সি দুনিয়া দলীয় রাজনীতি পছন্দ করেন না৷ সে কারণেই তার সাফল্যে বেশি অবাক সবাই৷ কোনো দলের সদস্য না হয়েও ক্ষমতাসীন তেহরিক-ই-ইনসাফ এবং মুসলিম লিগ (নওয়াজ শরিফ)- এর প্রার্থীদেরও যে হারিয়েছেন তিনি!

পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলে জরুরি কাজেও নারীর একা বাইরে যাওয়াকে ভালো চোখে দেখে না সাধারণ মানুষ৷ দুনিয়া বিবি মনে করেন এ অবস্থা পরিবর্তনে নারীদেরই আগে এগিয়ে আসতে হবে৷ নারীদের নিয়ে আরো কাজ করার ইচ্ছা প্রকাশ করে তিনি বলেন, ‘সাম্প্রতিক সময়ে আমি নারীদের মাঝে কোভিডের বিষয়ে সচেতনতা বাড়ানোর চেষ্টা করেছি৷ এখানকার বেশির ভাগ নারী মনে করেন, এমন কোনো ভাইরাসের আসলে অস্তিত্বই নেই৷’

বাড়ির সব কাজই করেন দুনিয়া বিবি৷ কাজের ফাঁকে নাতি-নাতনিদের লেখা-পড়ার খোঁজও নেন৷ তিনি মনে করেন, উপজাতি অধ্যুষিত এলাকাগুলোতে লেখাপড়া না করলে মেয়েরা কখনোই সব অধিকার অর্জন করতে পারবে না৷ দুনিয়া বলেন, ‘আমাদের এলাকায় মেয়েদের স্কুলে যেতে দেয়া হয় না৷এ কারণেই মেয়েরা নিজের ঘরে কোনো সিদ্ধান্ত নিতে পারে না, সমাজেও সিদ্ধান্ত নেয়ার পর্যায়ে তাদের কোনো ভূমিকা থাকে না৷’

ব্যস্ততার কারণে দুনিয়া নিয়মিত খবরের কাগজ পড়তে পারেন না বলে প্রতিদিন সকালে দিনের উল্লেখযোগ্য খবরগুলো পড়ে শোনান স্বামী আব্দুর রহমান৷ তিনি বলেন, ‘এই এলাকার নারীরা নারীদের সমস্যাগুলো সম্পর্কে তেমন খোঁজ-খবর রাখেন না৷ নারীরা যাতে এগিয়ে আসেন এবং সমাজে তাদের দায়িত্বটা পালন করেন তা নিশ্চিত করার জন্য আমি আমার স্ত্রী-কে নির্বাচনে অংশ নেয়ার বিষয়ে উৎসাহ জুগিয়েছি৷’

দুনিয়া বিবির ছেলে আলী মুরাদ এখন পাকিস্তানের ন্যাশনাল কলেজ অব আর্টস-এ পড়ছে৷ নিজের মা-কে নিয়ে তার অনেক গর্ব৷ মুরাদ বলেন, ‘এমনিতে সবাই মনে করে উপজাতি নারীদের ঘরের বাইরে করার কিছু নেই৷ সেই ধারণা যে ভুল আমার মা তা দেখিয়ে দিয়েছে৷’

দুনিয়া বিবি জানান, আফগানিস্তান সংলগ্ন তার এলাকায় কট্টরপন্থিদের প্রভাব খুব বেশি৷ তিনি মনে করেন, আফগানিস্তানে তালেবান নারীদের বিষয়ে উদার সিদ্ধান্ত নিলে মোহমান্দেও তার প্রভাব পড়বে৷ তিনি বলেন, ‘নারীর ক্ষমতায়নের গুরুত্ব বুঝতে হবে তালেবানকে৷ নারীদের শিক্ষার সুযোগ দিতে হবে৷ তারা তা করলে শুধু আফগানিস্তানে নয়, পাকিস্তানের উপজাতি অধ্যুষিত এলাকাগুলাতেও স্থিতি আসবে৷’ সূত্র: ডয়চে ভেলে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: পাকিস্তান


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ