Inqilab Logo

সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১, ১৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

প্রতিপক্ষ দলের খেলোয়াড়কে লাথি মেরে লাল কার্ড দেখলেন কোচ!

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ৩ জানুয়ারি, ২০২২, ৩:৪৫ পিএম

ফুটবল ম্যাচ মানেই উত্তেজনা। কখন কি হয় এ নিয়ে চিন্তায় থাকে সবাই। উত্তেজনায় মাঝে মাঝে বিগড়ে যায় মাথা। আর মাথা গরম হয়ে গেলে কে কি করে বসেন তার কোন ঠিক থাকেনা৷ মাঝে মাঝে পরিস্থিতি এমন পর্যায়ে পৌছায় যে মাঠের মধ্যে হাতাহাতির ঘটনাও ঘটে যায়। এগুলো মূলত হয়ে থাকে খেলোয়াড়দের মধ্যে৷ তবে এবার মেক্সিকান লিগে অন্যরকম এক ঘটনা ঘটিয়েছেন তোলুকার প্রধান কোচ হারমান ক্রিস্টিনে। তার দলের খেলোয়াড় রুবেন সামবুজাকে ফাউল করেন প্রতিপক্ষ দল নিকাজাসের লুইস গার্সিয়া। এতে করে কোচ হারমান ক্রিস্টিনের মাথা গরম হয়ে যায়। তিনি রাগের বশে লুইস গার্সিয়াকে লাথি মেরে বসেন। ঘটনাটি ভিএআরে পরীক্ষা করে তাকে লাল কার্ড দেখিয়ে মাঠ থেকে বের করে দেন রেফারি৷ ওই সময় তার দল এক গোলে পিছিয়ে ছিল৷ তবে তাকে লাল কার্ড দেখানোর পরই গোল পায় তার দল৷ অবশেষে ম্যাচটি ১-১ গোলের ড্রতে শেষ হয়৷ সূত্র : মার্কা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: লাল কার্ড
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ