নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
শামীম চৌধুরী : ১৫ মাস পর টেস্ট প্রত্যাবর্তনে ইংল্যান্ডের মতো কঠিন প্রতিপক্ষ। লড়াইটা একপেশে হওয়ার শঙ্কা করেছেন অনেকেই। বাংলাদেশ কোচ হাতুরুসিংহে পর্যন্ত লম্বা বিরতির পর টেস্ট খেলতে নেমে ছিলেন দূর্ভাবনায়। সেই চট্টগ্রাম টেস্টেই কি না জিততে জিততে ২২ রানে হেরে গেছে বাংলাদেশ দল। শেষ দিনে ৩৩ রানের সমীকরন মেলাতে পারেনি শেষ ২ জুটি। স্পিনারদের মেলে ধরা ওই টেস্ট থেকেই টনিক নিয়ে ঢাকা টেস্টে ইংল্যান্ডের বিপক্ষে দারুণ কিছু’র প্রেরণা পাচ্ছে বাংলাদেশ দল। আজ থেকে অনুষ্ঠেয় ঢাকা টেস্টকে সামনে রেখে সে প্রত্যয়ই ব্যক্ত করেছেন মুশফিকুর রহিম। তৃতীয় বাংলাদেশী হিসেবে টেস্টের হাফ সেঞ্চুরি পূর্ণ করার ম্যাচকে সামনে রেখে শিহরিত মুশফিকুর সমর্থকদের দারুণ কিছু উপহার দিতে চানÑ‘১৫ মাস পর মাঠে নেমে দল হিসেবে আমরা একটু ব্যাকফুটেই ছিলাম। চট্টগ্রাম টেস্টে ছেলেরা যেভাবে খেলেছে, তাতে আত্মবিশ্বাস তৈরি হয়েছে। টেস্ট ক্রিকেটেও আমরা যেন ধারাবাহিক হতে পারি, সেদিকেই আমাদের মনোযোগ। সিরিজের শুরুটা ভালো হয়েছে। চট্টগ্রাম যেখানে শেষ করেছি, সেখান থেকেই ঢাকায় শুরু করতে চাই।’
চট্টগ্রামে জিততে জিততে হার একটু বেশিই জিদ চাপিয়ে দিয়েছে। বিশ্বের অন্যতম সেরা টেস্ট দলের বিপক্ষে সেরাটা মেলে ধরতে মুখিয়ে এখন মুশফিকুররাÑ ‘আমরা যতোই ভাল খেলি না কেন, ম্যাচ হেরেছি। সেই আক্ষেপ তো অবশ্যই আছে। সবার ভেতরে সেই জেদ আছে। সবাই জানে যদি আমরা এক শতাংশও যদি এদিক সেদিক করতে পারতাম, তাহলে ফল আমাদের পক্ষে আসত। ইংল্যান্ড অনেক কঠিন প্রতিপক্ষ। তবে শেষ টেস্টে যে সব ইতিবাচক দিক পেয়েছি, তাতেই নতুন করে শুরু করতে চাই।’
চট্টগ্রাম টেস্টে বাংলাদেশকে ৫ দিন লড়াইয়ে রেখেছে স্পিনররা। ২০ উইকেটের মধ্যে ১৮টি শিকার করে ইংল্যান্ডকে প্রচ- ঝাঁকুনি দিতে পেরেছে। তাই ঢাকা টেস্টে স্পিনারদের উপর রাখছেন ভরসা, পাশাপাশি টপ এবং মিডল অর্ডার ব্যাটসম্যানদের দায়িত্ববোধে সজাগ থাকার বার্তাটা দিয়েছেন পৌঁছে বাংলাদেশ টেস্ট অধিনায়ক মুশফিকুর রহিমÑ ‘ঢাকার উইকেট অবশ্যই আলাদা হবে। এখানকার উইকেটের মাটি অন্যরকম। এই উইকেটে আমাদের স্পিনাররা সুবিধা নিতে পারলে এবং ব্যাটসম্যানরা দায়িত্ব নিয়ে খেলতে পারবে এই টেস্টেও ভাল ফল আসবে। আমরা চেষ্টা করব টেলএন্ডারদের আড়ালে রাখতে। রান যেন টপঅর্ডারের ব্যাটসম্যানরা করতে পারে, টেলএন্ডারদের ওপর যেন চাপ না পড়ে, সেটাই চাইছি।’
চট্টগ্রাম টেস্টে বাংলাদেশ ২ ইনিংসেই ভুগেছে ইংল্যান্ড পেস বোলার বেন স্টোকসের রিভার্স সুইংয়ে। তার ২টি স্পেলই স্বপ্নভঙ্গ হয়েছে বাংলাদেশের। ঢাকা টেস্টেও রিভার্স সুইং প্রয়োগ করতে পারে ইংল্যান্ড। তা ধরে নিয়েই রিভার্স সুইং সামাল দেয়ার জন্য প্রস্তুত বাংলাদেশ,এমনটাই জানিয়েছেন তিনিÑ‘প্রথম টেস্টে আমাদের শেখার ব্যাপার ছিল। অনেকদিন পর এরকম কোয়ালিটি বোলিংয়ের বিপক্ষে খেলেছি। বিশ্বের খুব কম ব্যাটসম্যানই আছে যারা রিভার্স সুইংয়ে খুব বেশি ভালো খেলে। আমাদের জন্য তা ছিল বড় শিক্ষা।’
এদিকে বাংলাদেশ যখন চট্টগ্রাম টেস্টের ইতিবাচক অর্জনগুলো থেকে প্রেরনা নিয়ে ঢাকা টেস্টে অবতীর্ণ হচ্ছে, তখন ইংল্যান্ড অধিনায়ক টপ অর্ডার ব্যাটসম্যানদের রানে ফিরিয়ে আনতে উদগ্রীব ইংল্যান্ড অধিনায়ক অ্যালিস্টার কুকÑ ‘টপ অর্ডারে আমরা দ্রুত উইকেট হারিয়েছি আগের টেস্টে। কাজটা খুব কঠিন ছিল। ওপেনিং ব্যাটসম্যান হিসেবে পরিস্থিতি কঠিন ছিল। বল একই সঙ্গে স্কিড ও স্পিন করছে। আশা করি এবার আমরা শুরুটা ভালো করতে পারব। আশা করি, টপ অর্ডারে কেউ একজন সেঞ্চুরি করবে।’ চট্টগ্রাম টেস্ট হারতে হারতে জিতে যাওয়ায় ঢাকা টেস্টেও লক্ষ্যটা থাকছে ইংল্যান্ডের জয়,সে লক্ষ্যের কথাই শুনিয়েছেন ইংলিশ অধিনায়কÑ ‘আমরা এই সফরে কি কর, তা নিয়ে আলোচনা করেছি। খেলায় জেতার জন্য যে প্রচেষ্টার তীব্রতা সেটা থামেনি আমাদের।’
চট্টগ্রাম টেস্টের ফল নির্ধারক হয়েছে টস। প্রথমে ব্যাট করে ৪৫ রানের লিডটাই ইংল্যান্ডকে হাসিয়েছে। সে কারণেই ঢাকা টেস্টেও টসকে ভাইটাল মনে হচ্ছে কুকের। ঢাকা টেস্টের দলে ইংল্যান্ডে পরিবর্তন আসছে ২টিÑশততম টেস্ট সামনে দাঁড়িয়েও স্টুয়ার্ট ব্রডকে থাকতে হচ্ছে অপেক্ষায়। তার জায়গায় ফিরছেন ফিন। অন্যদিকে অফ স্পিনার গ্যারেথ বেটির জায়গায় তরুণ বাঁ হাতি স্পিনার জাফর আনসারীর হচ্ছে অভিষেক। বাংলাদেশ দলে সেখানে পরিবর্তন একটি, শফিউলের জায়গায় শুভাগতহোম। স্পিন শক্তি বাড়িয়ে নিতে এক পেস বোলার ফর্মূলাকেই বেছে নিয়েছে টীম ম্যানেজমেন্ট।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।