Inqilab Logo

শুক্রবার ১৪ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১, ১২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সিদ্দিকুরের হতাশার দিনটি জামাল, সোহেলের

প্রকাশের সময় : ১৩ ফেব্রুয়ারি, ২০১৬, ১২:০০ এএম

স্পোর্টষ রিপোর্টার : বসুন্ধরা বাংলাদেশ ওপেনে তৃতীয় রাউন্ডে আরও পিছিয়ে পড়েছেন সিদ্দিকুর রহমান। তবে বাংলাদেশের সেরা এই গলফারের হতাশার দিনে আলো ছড়িয়েছেন বাংলাদেশের অপর দুই গলফার জামাল হোসেন ও শাখাওয়াত সোহেল।
কুর্মিটোলা গলফ ক্লাবে শুক্রবার টুর্নামেন্টের তৃতীয় রাউন্ডে তিনটি বার্ডি ও পাঁচটি বোগি করেন সিদ্দিকুর। সব মিলিয়ে পারের চেয়ে এক শট কম খেলে যৌথভাবে ৪৭তম স্থানে নেমে গেছেন এশিয়ান ট্যুরের দুটি শিরোপা জেতা এই গলফার। দ্বিতীয় রাউন্ড শেষে যৌথভাবে ২৭তম স্থানে ছিলেন সিদ্দিকুর। পারের চেয়ে আট শট কম খেলে যৌথভাবে সপ্তম স্থানে আছেন বাংলাদেশের জামাল হোসেন ও শাখাওয়াত সোহেল। তৃতীয় রাউন্ডে সাতটি বার্ডি ও পাঁচটি বোগিতে পারের চেয়ে দুই শট কম খেলেন সোহেল। আর চারটি বার্ডি ও একটি বোগি করেন জামাল।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সিদ্দিকুরের হতাশার দিনটি জামাল
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ