Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

শ্রমবাজারে সঙ্কটে হুমকিতে বিশ্ব অর্থনীতি

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৩ জানুয়ারি, ২০২২, ১২:০৫ এএম

সদ্য বিদায়ী বছরের প্রথম ভাগে কভিড-১৯ মহামারীর চলমান প্রবাহের মাঝেও অর্থনৈতিক পুনরুদ্ধারের চেষ্টা চলছিল দেশগুলোয়। তবে আবারো কভিডের সংক্রমণ বাড়ায় বছরের দ্বিতীয়ার্ধে পুনরুদ্ধার কার্যক্রমে ভাটা পড়ে। এছাড়া বছরজুড়ে ছিল সরবরাহ ব্যবস্থার প্রতিবন্ধকতা ও শ্রমবাজারে সঙ্কট। তবে মহামারীই নতুন বছরের একমাত্র চ্যালেঞ্জ নয়। বিশেষজ্ঞরা বলছেন, এ বছর বিশ্ব অর্থনীতিতে আরো বেশকিছু হুমকি রয়েছে। অর্থনৈতিক পুনরুদ্ধার কার্যক্রম শ্লথগতিতে হওয়ায় আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) এবং অর্গানাইজেশন ফর ইকোনমিক কো-অপারেশন অ্যান্ড ডেভেলপমেন্টের (ওইসিডি) অর্থনীতিবিদরা অক্টোবর ও ডিসেম্বরে বৈশ্বিক প্রবৃদ্ধির পূর্বাভাস কমিয়ে এনেছেন। বিশেষজ্ঞরা প্রবৃদ্ধির গতি ফেরাতে নতুন বছরে কভিডের টিকাদান কার্যক্রম বাড়ানোর পরামর্শ দিয়েছেন। গত নভেম্বরে দক্ষিণ আমেরিকায় ওমিক্রনের প্রাদুর্ভাব হয়। কভিডের সবচেয়ে সংক্রমণযোগ্য ধরনটির কারণে ধস নামে বিশ্ব অর্থনীতি ও পণ্যবাজারে। এদিকে বিশ্লেষকরা বলছেন, ২০২২ সালে ওমিক্রনের চেয়ে বড় উদ্বেগ হবে এর থেকেও শক্তিশালী নতুন কোনো ধরনের আবির্ভাব। এ বিষয়ে আইএমএফের প্রধান অর্থনীতিবিদ গীতা গোপিনাথ বলেছেন, পূর্বাভাস অনুযায়ী মহামারীর প্রভাব আরো বেশি স্থায়ী হলে আগামী ৫ বছরে বৈশ্বিক জিডিপি ৫ দশমিক ৩ ট্রিলিয়ন ডলার হারাতে পারে। নতুন বছরের মাঝামাঝি সময়ে প্রতিটি দেশের ৭০ শতাংশ নাগরিককে অবশ্যই টিকা গ্রহণ করা প্রয়োজন। বিদায়ী বছরে সরবরাহ ব্যবস্থায় প্রতিবন্ধকতা বিরাজমান ছিল। কনটেইনারের অভাবসহ জাহাজীকরণেও সমস্যার সম্মুখীন হতে হয়েছে উৎপাদকদের। ফলে পণ্য ক্রেতাদের কাছে পৌঁছাতেও দেরি হয়। তাই বাজারে পণ্যের চাহিদাও ছিল। এর কারণে সবচেয়ে বেশি নেতিবাচক প্রভাব পড়ে অটোমোবাইল শিল্পে। সেমিকন্ডাক্টরসহ বিভিন্ন গাড়ির যন্ত্রাংশের সরবরাহ কম থাকায় অটোমোবাইল প্রস্তুতকারকরা উৎপাদন কমাতে বাধ্য হয়। তবে জাহাজীকরণ খরচ কমে সরবরাহ বৃদ্ধি হলেও বিশেষজ্ঞদের আশঙ্কা, ২০২২ সালেও সরবরাহ ব্যবস্থায় প্রতিবন্ধকতা থাকবে। মূল্যস্ফীতি হতে পারে নতুন বছরের আরেকটি বড় হুমকি। কাঁচামালের স্বল্পতা, জ্বালানির দাম বৃদ্ধিসহ নানা কারণে ইউরোজোন ও যুক্তরাষ্ট্রে রেকর্ড পরিমাণ মূল্যস্ফীতি ছিল গত বছর। ফলে আন্তর্জাতিক বিনিয়োগকারীদের সঙ্কয় জাগে। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে কেন্দ্রীয় ব্যাংকগুলোর সুদের হার বৃদ্ধিও আশঙ্কা তৈরি করে বিনিয়োগকারীদের মাঝে। ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, সরবরাহ ঘাটতি ও জ্বালানির মূল্যবৃদ্ধির কারণেই বেড়েছে মূল্যস্ফীতি। সংশ্লিষ্টরা জানিয়েছেন, এ বছরও মূল্যস্ফীতি বৃদ্ধির আশঙ্কা রয়েছে। এদিকে যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি আরো বাড়তে বলে জানিয়েছেন বিশ্লেষকরা। মার্কিন কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের উচ্চ সুদহারের কারণে দক্ষিণ আফ্রিকা, আর্জেন্টিনা ও তুরস্কের অর্থনীতিতে নেতিবাচক প্রভাব পড়তে পারে। বিশ্বের দ্বিতীয় শীর্ষ অর্থনীতির দেশ চীন। চীনের প্রবৃদ্ধিতে শ্লথগতি ২০২২ সালে বিনিয়োগকারীদের জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে। বিশ্বজুড়ে চীনের বৈদ্যুতিক যন্ত্রপাতি ও মেডিকেল সরঞ্জামের চাহিদা থাকায় সম্ভাবনাময় ছিল দেশটির অর্থনৈতিক প্রবৃদ্ধি। তবে আলিবাবা ও টেনসেন্টসহ বেইজিংয়ের টেক জায়ান্ট প্রতিষ্ঠানগুলোয় ধস নামার কারণে কোণঠাসা হয়ে পড়ে দেশটির অর্থনৈতিক পুনরুদ্ধার। সরবরাহ ব্যবস্থা ছাড়াও ভ‚রাজনৈতিক সম্পর্কে টানাপড়েন দেখা দিয়েছে প্রথম বিশ্বের দেশগুলোয়। গত বছর ইউক্রেন আক্রমণের বিষয়ে রাশিয়াকে সতর্ক করেছে যুক্তরাষ্ট্র। ডয়চে ভেলে।

 

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: অর্থনীতি

৩ জানুয়ারি, ২০২৩
২১ নভেম্বর, ২০২২
১৭ নভেম্বর, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ