নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
চট্টগ্রাম ব্যুরো : ২০১৪ সালে অবনমনের পর গত একটি বছর যে লক্ষ্য নিয়ে খেলছিলো চট্টগ্রাম আবাহনী জুনিয়র, তা পূরণ হয়েছে এ বছর। ২০১৬ দ্বিতীয় বিভাগ ফুটবল লিগের প্লে অফ ফাইনালে জিতে চ্যাম্পিয়ন হয়েই আবারও প্রথম বিভাগে নাম লেখালো আকাশি-নিল জার্সিদারীরা। গতকাল লিগের ফাইনালে আগ্রাবাদ কমরেড ক্লাবকে ২-০ গোলে হারিয়েছে কোচ সাইদুল আলম বুলবুলের দল।
বন্দরনগরী চট্টগ্রামের হালিশহর শারীরিক শিক্ষা কলেজ মাঠে খেলার শুরু থেকেই দুর্দান্ত খেলতে থাকা আবাহনী গোলের দেখা পেতে অপেক্ষা করতে হয় ২৭ মিনিট। এ সময় রক্ষণভাগ থেকে রানার বাড়িয়ে দেয়া বল আয়ত্তে এনে এগিয়ে আসা আগ্রাবাদ গোলরক্ষকে বোকা বানিয়ে প্লেসিং শটে বাম প্রান্ত দিয়ে বল জালে জড়ান আক্রমণ সেনানী রিপন। প্রথমার্ধের অতিরিক্ত সময়ে শহিদুল্লার কর্ণার থেকে দর্শনীয় হেডে ব্যবধান দ্বিগুণ করেন আগের গোলের সহযোগী রানা। দ্বিতীয়ার্ধে পাল্টে যায় ম্যাচের দৃশ্যপট। নতুন উদ্যমে ম্যাচে ফেরার লক্ষ্য নিয়ে গোছানো ফুটবল উপহার দিতে থাকে আগ্রাবাদ। তাদের রুখতে ব্যস্ত থাকা আবাহনী যুবাদের ব্যতিব্যস্ত করে তোলা আক্রমণভাগের সেনানী জাকির চারটি গোলের সুযোগ নষ্ট না করলে ফল ভিন্ন হতে পারতো। তবে ভাগ্যের ফেরে ম্যাচে ফেরা হয়নি কমরেড ক্লাব। খেলা শেষে পুরস্কার বিতরণ করেন সিটি মেয়র ও সিজেকেএস সাধারণ সম্পাদক আ.জ.ম. নাছির।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।