নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
স্পোর্টস ডেস্ক : ঘরের মাঠ হওয়ায় এমএস ধোনির কাছ থেকে একটু বাড়তি আশা করা যেতেই পারে। কিন্তু ভারত অধিনায়ক সেই আশার প্রতিদান দিতে পারল কই। উল্টো দৃষ্টিকটু বোল্ড আউট হয়ে যখন সাজঘরে ফেরেন দলের স্কোর তখন ২৯.২ ওভারে ৪ উইকেটে ১৩৫। এই ধাক্কা আর সামলে উঠতে পারেনি তার দল। সিরিজের চতুর্থ ম্যাচটি ১৯ রানে জিতে সিরিজে সমতা এনেছে নিউ জিল্যান্ড। ৫ ম্যাচ সিরিজের শেষটি তাই এখন অঘোষিত ফাইনাল। রাচিতে ১৯ রানে রোহিত শর্মাকে হারানোর ধাক্কাটা ভালোভাবেই সামলে নিয়েছিল রাহানে-কোহলির ৭৯ রানের জুটি। ইশ সোদির ঘুর্ণিতে কোহলি (৪৫) উইকেটের পিছনে ধরা পড়ার পর আর জয়ের আবহ তৈরি করতে পারেনি স্বাগতিকরা। সর্বোচ্চ ৫৭ রান করেন রাহানে। সর্বোচ্চ ৩ উইকেট নেন টিম সাউদি, ২টি করে নেন বোল্ট ও নিশাম।
এর আগে গাপটিল-লাথামের উদ্বোধনী জুটি বড় সংগ্রহেরই আভাস দিচ্ছিল। প্রথম ১০ ওভারেই তারা তুলে ফেলে ৮০ রান। ৩৫ ওভার পর্যন্তও সব ঠিকঠাকই ছিল। মাত্র ২ উইকেট হারিয়ে তখন তাদের সংগ্রহ ১৮৪ রান। অধিনায়ক কেন উইলিয়ামসন (৪১) ফিরতেই সবকিছুই ওলট-পালট হতে থাকে। গাপটিল সর্বোচ্চ ৭২ ও লাথাম করেন ৩৯ রান। অমিত মিশ্র নেন ৪২ রানে ২ উইকেট।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।