নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
স্পোর্টস ডেস্ক : দলে ছিলেন না ‘এমএসএন’ ত্রয়ীর কেউই। দলের বাকি তারকা খেলোয়াড়দেরও বিশ্রাম দিয়েছিলেন কোচ লুইস এনরিকে। তারই খেসারত দিতে হল বার্সেলোনাকে। কাতালান সুপার কাপে এস্পানিওলের কাছে ১-০ গোলে হেরেছে স্প্যানিশ চ্যাম্পিয়নরা।
লিওনেল মেসি, লুইস সুয়ারেজ ও নেইমারদের সাথে ‘এ’ দলের বাকিরাও ছিলেন বিশ্রামে। ‘এ’ দল থেকে শুধুমাত্র আন্দ্রে গোমেস, ড্যানিস সুয়ারেজ ও জেরেমি ম্যাথিউকে নিয়েছিলেন এনরিকে। পরীক্ষাটা ছিল মূলত ‘বি’ দলের খেলোয়াড়দের উপর। কিন্তু সিনিওরদের দেখানো পথে হাঁটতে পারেননি জুনিওররা। স্পেনের শীর্ষ লিগে খেলা দলটির বিপক্ষে শেষ পর্যন্ত লড়াই চালিয়ে যায় তারুণ্য নির্ভর দলটি। তবে ম্যাচের দশম মিনিটে ফিলিপ লুইসের করা একমাত্র গোলটি শোধ দিতে পারেননি ভবিষ্যৎ ‘মেসি-নেইমাররা’।
আগামী শনিবার লা লিগায় ক্যাম্প ন্যুয়ে গ্রানাডার বিপক্ষে আবার একসাথে দেখা যাবে ‘এমএসএন’ ত্রয়ীকে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।