Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

টেস্টের দুই নম্বর ইউনিস

প্রকাশের সময় : ২৭ অক্টোবর, ২০১৬, ১২:০০ এএম

স্পোর্টস ডেস্ক : ইংল্যান্ড সফরের শেষ টেস্টে তার ২১৮ রানের অনবদ্য ইনিংসের কল্যাণেই সিরিজ হার এড়িয়েছিল পাকিস্তান। সংযুক্ত আরব আমিরাতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্ট খেলতে পারেননি জ্বরের কারণে। দ্বিতীয় টেস্টে দুই ইনিংসে করেন ১২৭ ও ২৯*। ৩৫ পেরুনো ব্যাটসম্যানদের মধ্যে সর্বোচ্চসংখ্যক (১৩) শতকের রেকর্ডও এখন তার। ‘বুড়ো’ বয়সে মাঠে এমন পারফর্মেন্সের পুরস্কারও পেলেন ঊনচল্লিশ ছুঁই ছুঁই পাক ব্যাটসম্যান ইউনিস খান। আইসিসি টেস্ট ব্যাটসম্যান র‌্যাংকিংয়ে তিন নম্বর থেকে দুই নম্বরে উঠে এসেছেন এই ডানহাতি। ২০০৯ সালের মার্চে টেস্ট ব্যাটসম্যানের শীর্ষাসন হারানোর পর জুলাই পর্যন্ত ছিলেন দুই নম্বরে। দীর্ঘদিন পর আবার দুই নম্বরে উঠে এলেন ইউনিস। তার চেয়ে ৪৬ পয়েন্ট বেশি নিয়ে শীর্ষাসন ধরে রেখেছেন অস্ট্রেলিয়া অধিনায়ক স্টিভেন স্মিথ। তিনে থাকা ইংলিশ ব্যাটসম্যান জো রুট ইউনিসের চেয়ে ৮ পয়েন্ট পিছিয়ে। রুটের পরেই আছেন দক্ষিণ আফ্রিকান ব্যাটসম্যান হাশিম আমলা।
দুবাইয়ে ক্যারিবীয়দের বিপক্ষে ২-০ ব্যবধানে সিরিজ জয়ের পর বেশ কিছু পরিবর্তন এসেছে পাক খেলোয়াড় তালিকায়। শেষ ম্যাচে ৯৬ রানের ইনিংসের কল্যাণে ১০ নম্বরে উঠে এসেছেন অধিনায়ক মিজবাহ-উল-হক। দুই ইনিংসেই হাফসেঞ্চুরি করা আসাদ শফিক উঠে এসেছেন ১৪ নম্বরে। বাংলাদেশি ব্যাটসম্যানদের মধ্যে সবার উপরে তামিম ইকবাল ২৪ নম্বরে। ২৭ ও ২৮তম অবস্থানে মোমিনুল হক ও সাকিব আল হাসান।
দুবাই টেস্টের দুই ইনিংসে ১০ উইকেট নিয়ে আইসিসি টেস্ট বোলিং র‌্যাংকিংয়ে শীর্ষ পাঁচে ফিরেছেন ইয়াসির শাহ। সমান ৮২৯ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানটা তাকে ভাগাভাগি করতে হচ্ছে ইংলিশ পেসার স্টুয়ার্ড ব্রডের সাথে। তাদের চেয়ে মাত্র দুই পয়েন্ট এগিয়ে চারে শ্রীলঙ্কান স্পিনার রঙ্গনা হেরাথ। ৯০০ পয়েন্ট নিয়ে শীর্ষে রভিচন্দ্রন আশ্বিন। বাংলাদেশী বোলারদের মধ্যে শীর্ষ ৩৫ আছেন কেবল একজন; সাকিব আল হাসান, ১৫ নম্বরে। অল রাউন্ডার ল্যাংকিংয়ে কোন পরিবর্তন নেই। যথারীতি শীর্ষে আশ্বিন ও দুইয়ে সাকিব আল হাসান।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: টেস্টের দুই নম্বর ইউনিস

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ