Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ফর্মুলা ওয়ানে এখনো কেন নারী ড্রাইভার নেই?

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ৩০ ডিসেম্বর, ২০২১, ১২:৫১ পিএম

নিয়মের কোনো বাধা নেই, অথচ অনেক বছর ধরে ফর্মুলা ওয়ানে কোনো নারী ড্রাইভার নেই৷ কেন নেই? মূল কারণ কি পুরুষপ্রধান সমাজের রক্ষণশীলতা? নাকি সুযোগের অভাব?

জার্মানির সোফিয়া ফ্ল্যোরশ গাড়ির স্টিয়ারিংয়ে প্রথম হাত রেখেছিলেন চার বছর বয়সে৷ তারপর ধীরে ধীরে তার মনে বাসা বাধে ফর্মুলা ওয়ান ড্রাইভার হওয়ার স্বপ্ন৷ এতদিনেও যে স্বপ্ন পূরণ হয়নি তার জন্য সুযোগের অভাবকেই দায়ী মনে করেন তিনি৷ সুযোগ পেলে যে ফর্মুলা ওয়ানে নিজের যোগ্যতা প্রমাণ করতে পারবেন সে বিষয়ে কোনো সন্দেহ নেই তার৷ ডয়চে ভেলেকে তিনি বলেন, ‘‘আমি আপনাকে লিখে দিতে পারি- সুযোগ দেয়া হলে আমি ফর্মুলা ওয়ানে চ্যাম্পিয়নশিপের জন্যই লড়বো৷''

তিন বছর আগে ভয়াবহ এক দুর্ঘটনায় মৃত্যুর দ্বারপ্রান্তে চলে গিয়েছিলেন সোফিয়া৷ চীনের ম্যাকাওয়ে অনুষ্ঠিত ফর্মুলা থ্রি গ্রাঁ প্রিঁ-র সেই দুর্ঘটনার পর অন্য কেউ হলে হয়ত মোটর স্পোর্টসই ছেড়ে দিতেন৷ কিন্তু সোফিয়া ছাড়েননি৷ এখনো মোটর স্পোর্টসেই ভবিষ্যৎ দেখার কারণ জানতে চাওয়ায় এক গাল হেসে ডয়চে ভেলেকে সোফিয়া শুধু বলেন, ‘‘আমার রক্তে যে পেট্রল মিশে আছে, আমি ছাড়বো কী করে?''

এ বছরই প্রথম বারের মতো জার্মান টুরিং কার মাস্টার্স (ডিটিএম)-এ অংশ নিয়েছেন সোফিয়া ফ্ল্যোর্শ৷ এর আগে ইউরোপিয়ান এবং আন্তর্জাতিক অটোমোবাইল ফেডারেশন এফআইএ-এর ফর্মুলা থ্রি চ্যাম্পিয়নশিপেও অংশ নিয়েছেন তিনি৷কিন্তু ২১ বছর বয়সি তরুণীর লক্ষ্য ফর্মুলা ওয়ান৷কিন্তু সেই লক্ষ্যে পৌঁছানো এখনো প্রায় অসম্ভব, কারণ, ফর্মুলা ওয়ানে কোনো নারীর অংশগ্রহণ প্রায় ভুলে যাওয়া অতীত৷

ফর্মুলা ওয়ানে সর্বশেষ কোনো নারীকে দেখা গিয়েছিল ৪৫ বছর আগে৷ইটালির লেলা লোম্বার্ডি সেই যে ফর্মুলা ওয়ান গ্রাঁ প্রিঁ-তে অংশ নিয়েছিলেন তারপর আর কোনো নারীর ভাগ্যে সেই সুযোগ জোটেনি৷ পরিসংখ্যান বলছে, মোটর স্পোর্টসে মেয়েদের অংশগ্রহণ এমনিতেই খুব কম৷ সারা বিশ্বে মোট লাইসেন্সধারী মোটর স্পোর্টস ড্রাইভারের মাত্র ১.৫ ভাগ নারী৷

অবশ্য নারীর কম অংশগ্রহণের জন্য সুযোগের সীমাবদ্ধতাকেই দায়ী করেন অনেকে৷ সোফিয়াও তাদের একজন৷ সোফিয়া মনে করেন, নারীদের এখন ফর্মুলা ওয়ানেও সুযোগ দেয়া উচিত৷ তার ধারণা, নীতি নির্ধারকদের মধ্যে যারা বয়স্ক, যাদের চুলে অনেক আগেই পাক ধরেছে, তাদের রক্ষণশীল চিন্তা-ভাবনার কারণেই ফর্মুলা ওয়ানের দরজা মেয়েদের জন্য এখনো সেভাবে খুলছে না৷

দেরিতে হলেও মোটর স্পোর্টসে মেয়েদের তুলে আনার প্রাথমিক উদ্যোগটি নিয়েছে এফআইএ৷৮ থেকে ১৮ বছর বয়সি মেয়েদের জন্য চালু করেছে এফআইএ গার্লস অন ট্র্যাক প্রকল্প৷ এই প্রকল্পের অধীনে মেয়েরা বিনা খরচে অত্যাধুনিক ব্যবস্থাপনায় অনুশীলন করে নিজেদের শানিয়ে তোলার সুযোগ পাচ্ছে৷ আশা করা হচ্ছে এর মাধ্যমে অনেক নতুন নারী ড্রাইভার উঠে আসবে, তাদের কেউ কেউ আগামীতে ফর্মুলা ওয়ানও মাতাবে৷

সাবেক ফর্মুলা ওয়ান টেস্ট ড্রাইভার সুজি ওল্ফ এ বিষয়ে খুব আশাবাদী৷ তবে তিনি মনে করেন, মেয়েদের মধ্যে বড় কোনো রোল মডেল উঠে এলে সেই লক্ষ্য পূরণ অনেক সহজ হবে৷ সূত্র: ডয়চে ভেলে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ফর্মুলা ওয়ান
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ