Inqilab Logo

মঙ্গলবার ২৪ সেপ্টেম্বর ২০২৪, ০৯ আশ্বিন ১৪৩১, ২০ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরী

করোনায় বিশ্বে আরও সাড়ে ৬ হাজার মানুষের মৃত্যু

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ২৯ ডিসেম্বর, ২০২১, ৯:৫৯ এএম | আপডেট : ১১:০৪ এএম, ২৯ ডিসেম্বর, ২০২১

করোনাভাইরাসে বিশ্বব্যাপী গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়েছেন ১২ লাখ ৮ হাজার ৮১০ জন। এর মধ্যে মৃত্যু হয়েছে ৬ হাজার ৫২৩ জন।

বুধবার (২৯ ডিসেম্বর) আন্তর্জাতিক জরিপকারী সংস্থা ওয়ার্ল্ডওমিটার থেকে এসব তথ্য পাওয়া গেছে।

আগের দিন মঙ্গলবার আক্রান্ত হয়েছেন ৭ লাখ ১ হাজার ৩৪৫ জন এবং মৃত্যু হয়েছে ৪ হাজার ৫৩১ জনের।

ওয়ার্ল্ডওমিটারের সর্বশেষ তথ্যমতে, বিশ্ব এখন পর্যন্ত করোনায় মোট আক্রান্ত হয়েছেন ২৮ কোটি ৩১ লাখ ৫৯ হাজার ২৮১ জন। এর মধ্যে মৃত্যু হয়েছে ৫৪ লাখ ৩০ হাজার ৩১৪ জনের।

এদিকে গত ২৪ ঘণ্টায় যুক্তরাষ্ট্রে আক্রান্ত ৩ লাখ ৯ হাজার ৭৭০ জন এবং মৃত্যু ১ হাজার ৭৯৯ জনের। রাশিয়ায় মৃত্যু ৯৩৫ জন এবং আক্রান্ত ২১ হাজার ৯২২ জন। যুক্তরাজ্যে আক্রান্ত ১ লাখ ২৯ হাজার ৪৭১ জন এবং মৃত্যু ১৮ জন। জার্মানিতে আক্রান্ত ৩০ হাজার ৯৭৮ জন এবং মৃত্যু ৪৪৮ জন। ব্রাজিলে আক্রান্ত ৮ হাজার ৪৩০ জন এবং মৃত্যু ১৪৮ জন।

এছাড়া গত ২৪ ঘণ্টায় তুরস্কে ১৮৪ জন, ইতালিতে ১৭৫ জন, ইরানে ৪০ জন, ভিয়েতনামে ২১৪ জন, মেক্সিকোতে ৪২ জন এবং পোল্যান্ডে ৫৪৯ জন মারা গেছেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনা ভাইরাস

১৫ ফেব্রুয়ারি, ২০২৩
২৬ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ