গুলিস্তানের বিস্ফোরণে নিহত ১৬ জনের নাম-পরিচয় পাওয়া গেছে
রাজধানীর গুলিস্তানের সিদ্দিক বাজার এলাকায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় এখন পর্যন্ত ১৬ জন নিহত হয়েছেন। এ
স্টাফ রিপোর্টার : ফাইল (নথি) খুঁজে পাওয়া যাচ্ছে না। যে কারণে অবৈধ প্লটের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারছে না রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)। সংসদীয় কমিটির বৈঠকে এতথ্য জানানো হয়েছে। এছাড়া পাঁচ বছরে রাজউকে সাড়ে আট হাজার কোটি টাকার অডিট আপত্তি জমা হয়েছে।
গতকাল বুধবার জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত সরকারি প্রতিষ্ঠান সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে এ তথ্য জানানো হয়।
কমিটি সভাপতি শওকত আলীর সভাপতিত্বে বৈঠকে উপস্থিত ছিলেন, কমিটি সদস্য মুহিবুর রহমান মানিক, মো. হাবিবর রহমান, আবদুর রউফ ও অ্যাডভোকেট নাভানা আক্তার।
কমিটি সূত্র জানায়, বৈঠকে রাজউকের চলমান প্রকল্পসমূহ এবং বিগত ৫ বছরের অডিট আপত্তির সার্বিক কার্যক্রমের নিয়ে হয়। এ সময় কমিটিকে জানানো হয়, রাজউকের আওতাধীন জিওবি ও বৈদেশিক সহায়তায় সর্বমোট ১২টি প্রকল্প চলমান আছে। জিওবি ও বৈদেশিক সহায়তায় প্রকল্পের সংখ্যা ৫টি এবং নিজস্ব অর্থায়ন প্রকল্প ৭টি। এছাড়া ৫ বছরে রাজউকের অডিট আপত্তির পরিমাণ ৮১৩টি।
বৈঠকে রাজউকের দেয়া প্রতিবেদন নিয়ে আলোচনাকালে নথি গায়েবের বিষয়টি উঠে আসে। এসময় জানানে হয়, ফাইল না পাওয়ায় রাজধানীর গুলশান এলাকার কিছু প্লটের বিষয়ে ব্যবস্থা নেয়া যাচ্ছে না। ওই প্লটগুলো অবৈধ দখলে আছে বলেও রাজউক কর্মকর্তারা জানান।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।