Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আফগানিস্তানে নারীদের ট্যাক্সিতে চড়া নিয়ে নতুন নির্দেশিকা

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ২৭ ডিসেম্বর, ২০২১, ১০:৪৮ এএম

আফগানিস্তানে মেয়েদের ট্যাক্সিতে চড়া নিয়ে নতুন নির্দেশিকা জারি করেছে তালেবান। পরতে হবে হিজাব, বোরখা। বেশি দূর গেলে পুরুষ আত্মীয় চাই।

বলা হয়েছে, ট্যাক্সিতে উঠতে গেলে মেয়েদের হিজাব পরতেই হবে, ক্ষেত্রবিশেষে তাদের বোরখাও পরতে হবে। ট্যাক্সিচালকদেরও একগুচ্ছ নিয়ম মানতে হবে। তাদের কীরকম ব্যবহার করতে হবে সেই নির্দেশিকাও জারি করেছে প্রোপাগেশন অফ ভার্চু ও প্রিভেনশন অফ ভাইস মন্ত্রণালয়।

রোববার জারি করা এই নতুন নির্দেশিকায় বলা হয়েছে, নারীরা হিজাব না পরলে তাদের ট্যাক্সিতে নেয়া যাবে না। কোনো নারী যদি ৭২ কিলোমিটার বা তার বেশি দূরত্বে যেতে চান, তাহলে তার সঙ্গে কোনো পুরুষ আত্মীয় থাকতেই হবে। ট্যাক্সিচালকদের বলা হয়েছে, তাদের লম্বা দাড়ি রাখতে হবে। তাদের নামাজের জন্য থামতে হবে। তারা ট্যাক্সিতে কোনো গান বাজাতে পারবেন না।

আফগানিস্তানে গত আগস্টে তালেবান আবার ক্ষমতাদখলের পর তারা নারীদের অধিকারে হস্তক্ষেপ করছে বলে অভিযোগ উঠেছে। অধিকাংশ নারী তাদের আগের কাজের জায়গায় ফিরে যেতে পারেননি। মেয়েদের শিক্ষার সুযোগ কমেছে। মেয়েদের অনেক সেকেন্ডারি স্কুলই বন্ধ হয়েগেছে। কিছু এলাকায় স্থানীয় তালেবান নেতা মেয়েদের স্কুল খুলিয়েছেন ঠিকই, কিন্তু মেয়েদের শিক্ষার সুযোগ আগের তুলনায় অনেকটাই কমে গেছে।

আফগানিস্তানের একটি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক হারুন রহিমি তালেবানের এই নতুন নির্দেশের সমালোচনা করে বলেছেন, এর ফলে মেয়েদের সমস্যায় পড়তে হবে এবং প্রকাশ্য স্থানে তাদের নিরাপত্তা কমবে। সূত্র: এএফপি, ডিপিএ।



 

Show all comments
  • jack ali ২৭ ডিসেম্বর, ২০২১, ১১:৪৭ এএম says : 0
    Excellent. May Allah bless the Afghanistan government. We need to follow real Islam. O'Allah help us to rule our beloved country by Qur'an. Ameen
    Total Reply(0) Reply
  • Gazi Golam Kibria ২৭ ডিসেম্বর, ২০২১, ৭:২৬ পিএম says : 0
    এটাই মুলত কুরআন-সুন্নাহ ভিত্তিক নির্দেশনা। এটা কার্যকর হলে ধর্ষণের জন্য আাইনের প্রয়োজন হবে না। নারীর প্রকৃত অধিকার রক্ষা পাবে।
    Total Reply(0) Reply
  • Jomir khan ২৭ ডিসেম্বর, ২০২১, ৮:৪৯ পিএম says : 0
    মেয়েদের নিরাপত্তা বহুগুণে বৃদ্ধি পেল এটাকে মুসলিম জাহান ফলো করা উচিত
    Total Reply(0) Reply
  • MD. NURUL KARIM ২৭ ডিসেম্বর, ২০২১, ১০:০৬ পিএম says : 0
    আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ.......
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ