মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
বিশ্বে এখনো কমেনি করোনার প্রকোপ। করোনার নতুন ধরন ওমিক্রন নিয়ে বিশ্ব জুড়েই বাড়ছে শঙ্কা। করোনার নতুন ধরন ওমিক্রনে অস্ট্রেলিয়ায় একজনের মৃত্যু হয়েছে। এটিই অস্ট্রেলিয়ায় ওমিক্রনে প্রথম মৃত্যুর ঘটনা। আজ সোমবার বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, সিডনির হাসপাতালে ওমিক্রনে আক্রান্ত এক ব্যক্তির মৃত্যু হয়েছে। তবে কর্তৃপক্ষ এ বিষয়ে বিস্তারিত কিছু জানায়নি। ওমিক্রনে অস্ট্রেলিয়ায় শনাক্ত বাড়তে শুরু করলেও হাসপাতালে রোগী ভর্তির হার কম হওয়ায় এখনই কোনো বিধিনিষেধ আরোপের পথে হাঁটছে না কর্তৃপক্ষ।
নিউ সাউথ ওয়েলসের মহামারী বিশেষজ্ঞ ক্রিস্টিন সেলভি বলেছেন, এটিই অস্ট্রেলিয়ায় ওমিক্রনে প্রথম মৃত্যুর ঘটনা।
উল্লেখ্য, পরিসংখ্যানভিত্তিক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারসের তথ্য অনুযায়ী, অস্ট্রেলিয়ায় এ পর্যন্ত মোট করোনা শনাক্ত হয়েছে ৩ লাখ ১১ হাজার ৮৩ জনের। করোনায় মোট মৃত্যু হয়েছে ২ হাজার ১৯৬ জনের। সূত্র : রয়টার্স।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।