Inqilab Logo

শুক্রবার ২৩ নভেম্বর ২০২৪, ০৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আরব ফুটবল মাঠে ৩ দিনে ৩ মৃত্যু!

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ২৭ ডিসেম্বর, ২০২১, ১২:০০ এএম

গত ২২ ডিসেম্বর মাঠেই এক ফুটবলারের মৃত্যুর খবর এসেছিল। মাঠেই হার্ট অ্যাটাকে মৃত্যুবরণ করেছিলেন ওমানের ফুটবলার মুখালেদ আল-রাকাদি। ওমান ফুটবলের শীর্ষ পর্যায়ের ক্লাব মাসকাট এফসির ২৯ বছর বয়সী ডিফেন্ডার আল-রাকাদি ম্যাচের আগে গা গরম করার সময় হার্ট অ্যাটাকের শিকার হন। অ্যাম্বুলেন্স ডেকে দ্রæত হাসপাতালে নেওয়া হয়েছিল তাঁকে। কিন্তু বাঁচানো যায়নি। এর পরদিনই আরেকটি দুঃসংবাদ পেয়েছেন ফুটবল সমর্থকেরা। মাত্র ২৩ বছর বয়সে অনুশীলনে হার্ট অ্যাটাক হয় ক্রোয়েশিয়ান ডিফেন্ডার মারিন চাচিচের। বেশ কিছুদিন কোমায় থাকার পর গত বৃহস্পতিবার মৃত্যু হয়েছে চাচিচের।
দুই দিন পরই আরেকটি মৃত্যু থমকে দিল সবাইকে। গতপরশু মাঠেই মৃত্যুবরণ করেছেন সুফিয়ান লুকার। আলজেরিয়ার দ্বিতীয় বিভাগের দল মুলুদিয়া সাইদার অধিনায়কের মৃত্যুও হয়েছে হার্ট অ্যাটাকে। আলজেরিয়ার সংবাদমাধ্যমগুলোর দাবি, গত সপ্তাহেই বিয়ে করেছিলেন ৩০ বছর বয়সী এই ফুটবলার। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, এদিন দ্বিতীয় বিভাগের এক ম্যাচে হার্ট অ্যাটাক হয়েছিল লুকারের। এএসএম ওরান ক্লাবের বিপক্ষে ম্যাচের ২৬ মিনিটে বলের দখল নিতে লাফিয়ে ওঠেন লুকার। এ সময় নিজ দলের গোলকিপারের সঙ্গে ধাক্কা লেগে মাথায় আঘাত পান। শুশ্রƒষা নিয়ে আবার মাঠে ফেরেন লুকার। কিন্তু ১০ মিনিট পরই আবার মাঠে মুখ থুবড়ে পড়েন মুলুদিয়া সাইদার অধিনায়ক। তাঁকে মাঠে জরুরি চিকিৎসা দেওয়া হয়েছিল। কিন্তু তাতে কোনো সাড়া না মেলায় হাসপাতালেও নিয়ে যাওয়া হয়। তবে পথেই হার্ট অ্যাটাকে মৃত্যু হয়েছে তার। লুকারের মৃত্যুর খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই ম্যাচ বাতিল করেছে দুই দল।

 

 

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: আরব ফুটবল
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ