Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নারায়ণগঞ্জে বাসে ট্রেনের ধাক্কা, নিহত ২, আহত ৪

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৬ ডিসেম্বর, ২০২১, ৭:১৮ পিএম

নারায়ণগঞ্জ সদরের ১ নম্বর রেল ক্রসিংয়ে বাস ও ট্রেনের সংঘর্ষে ৩ জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে অন্তত আরও ৪ জন।
আজ রোববার (২৬ ডিসেম্বর) সন্ধ্যা ৬টার দিকে মর্মান্তিক এ ঘটনাটি ঘটেছে। এ ঘটনায় নিহতদের নাম-পরিচয় এখনও জানা যায়নি। আহতদের উদ্ধার করে নারায়ণগঞ্জ দেড়শ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
পুলিশ জানায়, এ ঘটনায় উদ্ধার কাজ শুরু হয়েছে। রোববার সন্ধ্যায় ঢাকা থেকে ছেড়ে আসা ট্রেনটি নারায়ণগঞ্জ রেলস্টেশনে প্রবেশের আগে ১ নম্বর রেলগেটে আনন্দ পরিবহনের একটি বাসকে ধাক্কা দিলে হতাহতের এই ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, রোববার সন্ধ্যা ৬টায় ১নং রেলগেট এলাকাতে রেললাইনের উপরে আনন্দ পরিবহনের একটি বাস ছিল। প্রচন্ড যানজটের কারণে বাসটি আর সরতে পারেনি।
এ সময় ঢাকা থেকে আসা ট্রেনটি সেন্ট্রাল স্টেশনে প্রবেশের মুখে ওই বাসটিকে ধাক্কা দেয়। এতে বাসটি দুমড়ে মুচড়ে যায়। ঘটনাস্থলেই ২জন মারা গেছেন, আহত হয়েছেন কমপক্ষে ৭ জন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: আহত


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ